দ্রুত গতিতে বাইক নিয়ে গাছে ধাক্কা সাঁকরাইলে, মৃত দুই

দ্রুত গতিতে বাইক নিয়ে গাছে ধাক্কা সাঁকরাইলে, মৃত দুই
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ২ জনের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডাহিচক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি বাইকে ২ জন দ্রুত গতিতে ডাহিচকের দিক থেকে কেশিয়াপাতার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। গ্রামের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে পুলিশ স্থানীয় ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম দীপক মান্ডি, তার বয়স আনুমানিক ৩৫। আর একজন দিলীপ সরেন, তার বয়স আনুমানিক ২০ বছর। দু জনের বাড়ি সাঁকরাইল থানার (sankrail ps) সাঁকরাইল গ্রামে। ওই ঘটনার খবর গ্রামে আসতেই মৃত দুই জনের পরিবারে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঠিক কি কারণে ওই বাইক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে তা খতিয়ে খতিয়ে দেখার জন্য পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।


