ক্যাবে চড়ে যাচ্ছিলেন দুই যাত্রী, বারুইপুরে তল্লাশি করতেই বেরিয়ে পড়লো বিপুল পরিমাণ টাকা

ক্যাবে চড়ে যাচ্ছিলেন দুই যাত্রী, বারুইপুরে তল্লাশি করতেই বেরিয়ে পড়লো বিপুল পরিমাণ টাকা
04 Dec 2022, 08:00 PM

ক্যাবে চড়ে যাচ্ছিলেন দুই যাত্রী, বারুইপুরে তল্লাশি করতেই বেরিয়ে পড়লো বিপুল পরিমাণ টাকা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ক্যাবে চড়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। নাকা চেকিং চলার সময় পুলিশ তল্লাশি শুরু করে। তল্লাশি শুরু করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গাড়িতে যে দুই ব্যক্তি বসেছিলেন তাঁদের ব্যাগ থেকে মিললো প্রচুর পরিমাণ টাকা। এত নগদ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন তাঁরা? প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। তখনই তাঁদের আটক করে বারুইপুর থানার পুলিশ (Baruipur District Police)।

পুলিশ জানিয়েছে, কড়া নজরদারিতে নাকা চেকিং চলাকালীন টংটোলা ওলা ক্যাব থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। টাকার পরিমাণ ৪,৮৮,০০০/। ২ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকা থেকে ৫০ টাকার নোটও রয়ছে তাতে। এই ঘটনাতেই আটক ২ ক্যাব যাত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  

Mailing List