পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হল আরো দুই মহিলার, আক্রান্ত প্রায় এক হাজার, বাড়ছে আতঙ্ক

পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হল আরো দুই মহিলার, আক্রান্ত প্রায় এক হাজার, বাড়ছে আতঙ্ক
22 Sep 2023, 06:59 PM

পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হল আরো দুই মহিলার, আক্রান্ত প্রায় এক হাজার, বাড়ছে আতঙ্ক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। বৃহস্পতিবার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ৪০ বছর বয়সী সাবিনা বিবি নামে এক মহিলার মৃত্যু হয়। অপরদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে খড়গপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের খরিদা বাঙালি পাড়ার বাসিন্দা ৩৭ বছর বয়সী রনিতা মল্লিক নামে এক মহিলার মৃত্যু হয়। এর আগে সেপ্টেম্বর মাসের দুই তারিখে ঊষা রানী দাস নামের ৭৩ বছর বয়সের এক মহিলার মৃত্যু হয়। ১৫ ই সেপ্টেম্বর ২৭ বছর বয়সী তীর্থঙ্কর বেরা নামে এক যুবকের মৃত্যু হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ক্রমশ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় এক হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরে ডেঙ্গুতে আক্রান্ত ১২৭ জন, নারায়ণগড়ে ৯০ জন, দাঁতন দুই ব্লকে ৮৫ জন, শালবনিতে ৮৪ জন, খড়গপুর শহরে ৭৩ জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক সৌম্য সংকর সড়ঙ্গী বলেন, ওই দুই মহিলা কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিল। ঘাটালের যে মহিলা মারা গিয়েছেন তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। তার বাড়ির লোকেরা এখান থেকে নিয়ে গিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। ডেঙ্গু প্রতিরোধের জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা হয়েছে। যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হল এবং আক্রান্ত প্রায় এক হাজার। যার ফলে ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

Mailing List