গুদাম থেকে দু’লক্ষ সরকারি বই উধাও! শুরু তদন্ত

গুদাম থেকে দু’লক্ষ সরকারি বই উধাও! শুরু তদন্ত
তন্ময় চক্রবর্তী, ইসলামপুর
দু’শো, চারশো নয়। একেবারে দু’লক্ষ বই উধাও। স্কুলে বিলির আগেই উধাও দু’লক্ষ সরকারি বই গায়েবের অভিযোগ উঠলো। উত্তর দিনাজপুর জেলার এসআই (সদর চক্র) দপ্তরের গুদাম থেকে উধাও হয়েছে দুলক্ষ সরকারি বই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুদামের দায়িত্বে থাকা ভীম মন্ডল নামে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে শুক্রবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল পরিদর্শক শুভঙ্কর নন্দী। অভিযোগের ভিত্তিতে অস্থায়ী কর্মী ভিম মন্ডলকে শনিবার গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারই সঙ্গে অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতরও।
ধৃত ভীম মন্ডল অবশ্য দাবি করেছিলেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাঁকে ফাঁসানো হয়েছে। উল্টো দিকে ইসলামপুর সদর চক্রের এসআই শুভঙ্কর নন্দী বলেন, ‘‘প্রায় দু’লক্ষ বই নেই দেখছি। বই নেওয়া থেকে দেখভাল, সবই উনিই করেন। এমনকী, বিতরণের দায়িত্বও ছিল ওনার ওপর। তাহলে বই গেল কোথায়? তাই ওনার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।’’ এই ঘটনায় তাহলে জড়িত কে? একটা সরকারি অফিস থেকে কিভাবে একজন অস্থায়ী কর্মীর সিদ্ধান্তে দু’চার হাজার নয়, ২ লক্ষ বই উধাও হয়। বিষয়টি নিয়ে রহস্য বাড়ছেই। তাই পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতরও।
জানা গিয়েছে, স্কুলে বিলি করার জন্য প্রায় ২ লক্ষ ১২ হাজার বই এসেছিল অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে। বইগুলি আগামী ২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বিলি করার কথা। সরকারি নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার গুদাম খুলতেই চক্ষু চড়কগাছ এসআইয়ের। তিনি দেখতে পান প্রায় ১২ হাজার বই বাদ দিয়ে বাকি সব বই উধাও। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তিনি। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে শুক্রবার ভীম মন্ডলের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসআই শুভঙ্কর নন্দী। অভিযোগের ভিত্তিতে ভীম মন্ডলকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ।


