বাজ পড়ে মৃত্যু হল দু’টি হনুমানের, জখম আরও কয়েকটি হনুমান, উদ্ধারকার্যে বনদপ্তর ও দমকল

বাজ পড়ে মৃত্যু হল দু’টি হনুমানের, জখম আরও কয়েকটি হনুমান, উদ্ধারকার্যে বনদপ্তর ও দমকল
কুহেলি দেবনাথ, নদিয়া
বাজ পড়ে মৃত্যু হল দুটি হনুমানের। বাজ পড়ে আহত হয় আরো বেশ কয়েকটি হনুমান। উদ্ধার কার্যে ঘটনাস্থলে দমকল ও বনদপ্তরের কর্মীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার প্রফুল্ল নগর কালী মন্দির এলাকায়।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সময় হঠাৎই বিকট শব্দ শুনতে পান তাঁরা। সকালে ঘুম থেকে উঠে দেখেন ওই মন্দির প্রাঙ্গণের সামনে একটি বড় গাছে বেশ কয়েকটি হনুমান অসুস্থ অবস্থায় গাছের ডালে রয়েছে। পাশের ডালে দেখে দুটি হনুমান মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথেই তারা ফোন করেন বনদপ্তরকে, এর পরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সোমবার বেলা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় দুই দপ্তরের আধিকারিকরা। দুটি মৃত হনুমান সহ অসুস্থ হনুমান গুলিকে উদ্ধার করে তারা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজ পড়ে মৃত্যু হয় ওই দুটি হনুমানের। মৃত দুটি হনুমানকে ময়না তদন্তের জন্যও পাঠানো হয়। দমকলের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। কারণ হনুমান বেশিরভাগ গাছেই রাত্রি বাস করে। জলের স্পিড দিয়ে আমরা মৃত দুটি হনুমানকে গাছ থেকে নিচে নামাতে পেরেছি। এই ঘটনায় শোকাহত এলাকার বাসিন্দারা।


