হাওড়ায় ডাম্পার পিষে দিল দুই শিশু ও এক মহিলাকে, তিনজনের মৃত্যুর পশাপাশি গুরু জখম আরও এক

হাওড়ায় ডাম্পার পিষে দিল দুই শিশু ও এক মহিলাকে, তিনজনের মৃত্যুর পশাপাশি গুরু জখম আরও এক
09 Nov 2022, 02:30 PM

হাওড়ায় ডাম্পার পিষে দিল দুই শিশু ও এক মহিলাকে, তিনজনের মৃত্যুর পশাপাশি গুরু জখম আরও এক

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া       

 

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক মহিলা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে, উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরবাইকে চড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রী যাচ্ছিলেন। পাশ দিয়ে যাচ্ছিল একটি ডাম্পার। ডাম্পারটি পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরবাইকে ধাক্কা লাগে। মোটরবাইক উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন ডাম্পারের পেছনের চাকায় মা ও দুই শিশু পড়ে যায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও দুই শিশুর। গুরুতর জখম হন মোটরসাইকেল চালক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে মৃত তিনজনের দেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারটি উলুবেড়িয়ার জোয়ারগোড়ি থেকে বাউড়িয়ায় শ্রাদ্ধ বাড়ি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মৃতেরা হল পাপিয়া মন্ডল (২৪), পাপিয়া মন্ডলের ছেলে পৃথ্বীশ মন্ডল (৩) ও ভাইঝি, বিদিশা মন্ডল(৬)। মৃত পাপিয়া মন্ডলের স্বামী দ্বীপ মন্ডল আহত অবস্থায় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন।

Mailing List