হাওড়া স্টেশনে আরপিএফের হাতে ধৃত দুই বাংলাদেশী মহিলা

হাওড়া স্টেশনে আরপিএফের হাতে ধৃত দুই বাংলাদেশী মহিলা
সুলেখা চক্রবর্তী, হাওড়া
বৃহস্পতিবার বিকেলে দুজন মহিলা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের মধ্যে ঘোরাঘুরি করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আরপিএফ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরিচয় জানতে চায়। সে সময়ে তাঁরা তাদের নাম বলে রানু বেগম (২৮) ও প্রিয়া খাতুন (২৬)। দুজনেরই বাড়ি বাংলাদেশের খুলনায়। ওই দুই মহিলা তাঁদের পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও নথি দেখাতে পারেননি আরপিএফকে। তাঁদের কাছে উদ্ধার হয় বেশ কিছু বাংলাদেশি টাকা। তখনই তাঁদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তের পর আরপিএফ জানিয়েছে, ওই দুই মহিলা এক বাংলাদেশী দালালের সহযোগিতায় ভারত ও বাংলাদেশের মালদা সীমান্তে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। আরপিএফ এর পক্ষ থেকে ওই দুই জন মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আগামীকাল হাওড়া আদালতে তোলা হবে।


