অফিসের ভাড়া মেটায়নি টুইটার কর্তৃপক্ষ, দায়ের হল অভিযোগ

অফিসের ভাড়া মেটায়নি টুইটার কর্তৃপক্ষ, দায়ের হল অভিযোগ
03 Jan 2023, 11:14 AM

অফিসের ভাড়া মেটায়নি টুইটার কর্তৃপক্ষ, দায়ের হল অভিযোগ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিতর্ক পিছু ছাড়ছে না টুইটারের নতুন মালিক ইলন মাস্কের। সংস্থা নিয়ে রোজই নতুন নতুন বিতর্ক সংবাদমাধ্যমে উঠে আসছে। সেই তালিকায় যোগ হল এবার নতুন বিতর্ক। অফিসের ভাড়া মেটায়নি টুইটার কর্তৃপক্ষ। ভাড়া না মেলায় টুইটারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অফিসের মালিক। এ বিতর্ক নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি। যেটুকু জানা গিয়েছে তা হল, টুইটারের সান ফ্রান্সিসকো শাখা অফিসের ভাড়া মেটাননি টুইটার কর্তৃপক্ষ। ভাড়া না মেটানোর কারণে সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

টুইটারের সান ফ্রান্সিসকোর শাখা অফিসটি একটি ভাড়া বাড়ি থেকেই চলে। সেই বাড়ির মালিক কলম্বিয়া রেটের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তাঁদের প্রাপ্য ভাড়া মেটাচ্ছে না ট্যুইটার কর্তৃপক্ষ। গত ১৬ ডিসেম্বর বকেয়া ভাড়া ৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই বকেয়া ভাড়া পাননি বলেই অভিযোগ কলম্বিয়ার। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। আদালতেও এই নিয়ে মামলা রুজু হয়েছে। তবে সূত্রের খবর, শুধু এই অফিসই নয়, বিশ্ব আরও অনেক দেশে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা একাধিক শাখা অফিসের ভাড়াও বাকি রয়েছে টুইটারের। শুধু অফিসের ভাড়াই নয়, দুটি চার্টার্ড প্লেন ব্যবহার করেও ভাড়া না মেটানোর অভিযোগ উঠেছে ট্যুইটারের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে অবশ্য টুইটার কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Mailing List