ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / শেষ পর্ব

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / শেষ পর্ব
09 Oct 2023, 03:15 PM

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / শেষ পর্ব

 

দীপান্বিতা ঘোষ

 

  1. দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফার সৃষ্টি হয়, তাহল…..

A)আবদ্ধ অ্যাকুইফার

B)মুক্ত অ্যাকুইফার

C)অ্যাকুইফিউজ

D)পার্চড অ্যাকুইফার

Ans. A)আবদ্ধ অ্যাকুইফার

 

  1. চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে….

A)অঙ্গারযোজন

B)আর্দ্রবিশ্লেষণ

C)জলযোজন

D)জারণ

Ans.A) অঙ্গারযোজন

 

  1. ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হলো….

A)কাশ্মীর উপত্যকা

B)বোরা গুহা

C)ব্লু পার্বত্য অঞ্চল

D)অজন্তা গুহা

Ans.B) বোরা গুহা

 

  1. কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হলো…

A)সিঙ্কহোল ও ডোলাইন

B)গ্রাইক ও ক্লিন্টস

C)স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট

D)অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার।

Ans.D) অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার।

 

  1. চুনাপাথর অঞ্চল থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে বলে….

A)টেরারোসা

B)রেনজিনা

C)ল্যাটেরাইট

D)তুন্দ্রা মাটি

Ans.A)টেরারোসা

 

45. কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষাও বিশালাকার গর্তকে বলে….

A) ডোলাইন

B) হামস

C) পোলজে

D) সিঙ্কহোল

Ans.পোলজে

 

46. চুনের আধিক্যে মৃত্তিকা হয়….

A) অম্লধর্মী

B) ক্ষারকীয়

C) প্রশমিত

D) কোনোটিই নয়

Ans.ক্ষারকীয়

 

47. বড় আকারের গ্রাইককে পূর্বতন যুগোশ্লোভিয়ায় বলে…

A) ক্লিন্টস

B) বোগাজ

C) সিঙ্ক হোল

D) ডোলাইন

Ans. বোগাজ

 

48. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রংয়ের মৃত্তিকাকে বলে….

A) রেগোলিথ

B) টেরারোসা

C) রেনজিনা

D) কোনোটিই নয়

Ans. রেনজিনা

 

49. দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে….

A) স্ট্যালাকমাইট

B) ক্লিন্টস

C) ডোলাইন

D) পোলজি

Ans. ক্লিন্টস

 

50. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে….

A) স্তম্ভ

B) স্ট্যালাকটাইট

C) স্ট্যালাগমাইট

D) হেলিকটাইট

Ans.স্ট্যালাকটাইট

 

51. স্বছিদ্র নয় কিন্তু প্রবেশ্য এমন একটি শিলার উদাহরণ হল….

A) ব্যাসাল্ট

B) স্লেট

C) কোয়ার্টজাইট

D) গ্যাব্রো

Ans.গ্যাব্রো

 

52. ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করে…..

A) সিঙ্ক হোল

B) পোনর

C) গিরিখাত

D) উভালা

Ans.উভালা

 

53.পোলজের মেঝেতে গঠিত টিলার আকারের উঁচু ঢিবিকে বলে…..

A) হামস

B) উভালা

C) ডোলাইন

D) ড্রিপস্টোন

Ans. হামস

 

54. সোয়ালো হোলের মুখ থেকে অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গপথটি….

A) পোনর

B) পুইট

C) বোগাজ

D) পোলজে নামে পরিচিত।

Ans. পোনর

 

 

55. সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে….

A) হামস

B) ডোলাইন

C) পোনর

D) পোলজে

Ans.পোনর

 

56.স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে গঠিত হয়…..

A) স্তম্ভ

B) হেলিকটাইট

C) হামস

D) ডোলাইন

Ans.স্তম্ভ

 

57.একাধিক শৃংখলের মিলনের সৃষ্ট বৃহদাকার গর্তকে বলা হয়….

A) ডোলাইন

B) উভালা

C) পোলজে

D) দ্রবণ প্যান

Ans.ডোলাইন

 

58. কার্স্ট শব্দটির অর্থ হল….

A) বিস্তীর্ণ তৃণভূমি

B) বিস্তীর্ণ চুনাপাথরযুক্ত ভূমি

C) বিস্তীর্ণ বালুকাময় ভুমি

D) উন্মুক্ত পাথরে ভূমি

Ans.উন্মুক্ত পাথরে ভূমি

 

59. প্রাকৃতিক সুড়ঙ্গ আমেরিকার কোথায় দেখা যায়….

A) ফ্লোরিডায়

B) ভার্জিনিয়ায়

C) ওয়াশিংটনে

D) নিউইয়র্কে

Ans.ভার্জিনিয়ায়

 

60. পৃথিবীর গভীরতম কার্স্ট গুহাটি হল….

A) ম্যামথ

B) হোলোক

C) গুফ্রে বারজার

D) কার্লসবার্ড

Ans.গুফ্রে বারজার

 

61. চুনাপাথরের গুহায় দ্রবীভূত পদার্থ চাদরের মতো বৃদ্ধি পেলে তাকে বলা হয….

A) স্ট্যালাকটাইট

B) স্ট্যালাগমাইট

C) হেলিকটাইট

D) ড্রেপ

Ans. ড্রেপ

 

62.কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো….

A) কাদাপাথর

B) বেলেপাথর

C) চুনাপাথর

D) মার্বেল পাথর

Ans.মার্বেল পাথর

 

63.কার্স্ট অঞ্চলে অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশ যুক্ত সরু খাঁজগুলিকে বলে….

A) রিলেন কারেন

B) রিনেন কারেন

C) ক্লিন্টস

D) ট্রিট কারেন

Ans.ট্রিট কারেন

 

64.চুনাপাথর ছাড়াও যে শিলাস্তরের মধ্যে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে তা হল

A) জিপসাম ও শেল

B) গ্রানাইট ও শেল

C) ব্যাসাল্ট ও বেলেপাথর

D) ডলোমাইট ও জিপসাম

Ans.ডলোমাইট ও জিপসাম

 

65.ডোলাইনের চেয়ে আয়তন ও গভীরতায় বড় গর্তকে বলে….

A) সিঙ্ক হোল

B) উভালা

C) সলিউশন প্যান

D) ড্রিপস্টোন

Ans.উভালা

 

66.ডোলাইন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করে….

A) সিঙ্ক হোল

B) পোনরস

C) গিরিখাত

D) উভালা

Ans.উভালা

 

67.চুনাপাথর সঞ্চয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ গুহাস্তম্ভ দেখা যায়….

A) উত্তরখণ্ডের দেরাদুনে

B) মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে

C) রাজস্থানের ভরতপুরে

D) পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তীতে।

Ans.পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তীতে।

 

68.আড্রিয়াটিক সাগর সংলগ্ন অঞ্চলে চুনাপাথর গঠিত বিস্তীর্ণ মালভূমিকে বলে…

A) ক্রাস পার্বত্য মালভূমি

B) বোগাজ

C) রাঢ় অঞ্চল

D) শিল্ড

Ans. ক্রাস পার্বত্য মালভূমি

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর

Mailing List