টেস্ট করুন মাল্টা চা

21 Apr 2023, 06:15 PM
টেস্ট করুন মাল্টা চা
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চা জিনিসের সঙ্গে আর কিছুর জুড়ি নেই। ভিন্ন স্বাদ নিতে ঘরে তৈরি করতে পারেন মাল্টা চা।
সুস্বাদু এবং উপকারী মাল্টা চা রেসিপি রইল নিচে-
উপকরণ:
চা পাতা ১ চা চামচ,
মালটার রস ১ কাপ,
জল ১ কাপ,
মালটার খোসা কুচি ১ চা চামচ
চিনি ২ চা চামচ,
পুদিনা কুচি ১ চা চামচ,
বরফ কুচি পরিমাণমতো (ঠাণ্ডা খেতে চাইলে)।
প্রস্তুত প্রণালী: ওভেনে পাত্র বসিয়ে জল গরম করুন। জলে মালটার রস, মালটার খোসা, পুদিনাপাতা ও চিনি দিয়ে ফোটাতে দিন। কিছুক্ষণ পর চা পাতা দিয়ে কয়েক মিনিট পর ওভেন থেকে নামিয়ে ফেলুন। এরপর ছেঁকে চায়ের কাপে ঢেলে পরিবেশন করুন।


