মাঠে গিয়ে নিজেই ধান রোপন করছেন মন্ত্রী! এ যেন পার্থ চট্টোপাধ্যায়ের উল্টোপিঠ

মাঠে গিয়ে নিজেই ধান রোপন করছেন মন্ত্রী! এ যেন পার্থ চট্টোপাধ্যায়ের উল্টোপিঠ
25 Aug 2022, 09:45 AM

মাঠে গিয়ে নিজেই ধান রোপন করছেন মন্ত্রী! এ যেন পার্থ চট্টোপাধ্যায়ের উল্টোপিঠ

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

তিনি মন্ত্রী। গাড়ি চড়ে ঘুরে বেড়াতে পারেন। তাঁকে ঘিরে থাকার কথা নিরাপত্তারক্ষীদের। তাঁর গাড়ি যাতে পথে না আটকে যায় সে জন্য সামনে পাইলট কার থাকার কথা। সচরাচর তেমনটাই দেখা যায়।

কিন্তু ব্যতিক্রমও যে নেই তা নয়। তেমনও রয়েছে। তিনি যে মা মাটি মানুষের মন্ত্রী তা আবারও একবার নিজেকে প্রমাণ করে দেখালেন। তিনি পুরুলিয়ার মানবাজার বিধানসভার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সন্ধ্যারাণী ঢুডু।

 খরা প্রবণ পুরুলিয়ায় বৃষ্টি হতেই চাষিরা মাঠে নেমে পড়েছে ধান রোপনের কাজে। বাদ নেই মন্ত্রী সন্ধ্যারাণী টুডুও। অন্যদের মতো মন্ত্রীকেও দেখা গেল বীজতলা হাতে ধান রোপন করছেন খোদ মন্ত্রী। এদিন মন্ত্রীকে তার নিজের চাষের জমিতে অন্যান্যদের সাথেই দেখা গেল চাষের কাজ করতে। চলতি বছরে বর্ষার মরশুমেও বৃষ্টির দেখা নেই। ফলে ধান রোপনে দেরি হয়েছে। সদ্য নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হয়েছে কয়েকদিন। ফলে মাঠে জল জমেছে। ফলে দ্রুত গতিতে সকলেই জমি তৈরি করতে বীজ পোঁতার কাজ শুরু করেছেন। বাদ পড়েননি মন্ত্রী মন্ত্রী সন্ধ্যারাণী টুডুও। তিনিও সেই কাজে নেমে পড়েছেন। তবে বিষয়টি প্রচারে আলোয় আনতে নারাজ তিনি। এলাকাবাসী জানাচ্ছেন, উনি সবদিনই মাটির মানুষ। সাধারণ জীবন-যাপনেই অভ্যস্ত। সেটাই করছেন।

unfoldbangla

বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে বিস্তর দূর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলও এখন জেলে। সিবিআই থেকে ইডি রাজ্যে তৎপর। একাধিক নেতা-মন্ত্রী সিবিআই-ইডির আতস কাচের নীচে রয়েছে বলে সূত্রের খবর। এমন সময় সন্ধ্যারানী টুডুর জীবন-যাপন কিন্তু নিঃসন্দেহে ব্যতিক্রম। তৃণমূলের শ্লোগান যেন সন্ধ্যারানীর কাজেই প্রতিফলিত।

Mailing List