ত্রিপুরা বিধানসভা নির্বাচন, বিজেপির প্রার্থী তালিকায় নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, বিজেপির প্রার্থী তালিকায় নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সামনেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন। আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু ভোট। ফলাফল ২ মার্চ। শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের ক্ষমতাসীন বিজেপি। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভার সব আসনেই প্রার্থী দিচ্ছে বিজেপি। প্রথম দফায় তার মধ্যে ৪৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে তার মধ্যে নাম নেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। তাঁর বনমালীপুর কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন রাজীব ভট্টাচার্য। রাজ্যে প্রথম ক্ষমতায় আসার পর ২০১৮ সালে তিনিই হন ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। কিন্তু ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেয় দল। তাঁর জায়গায় আসেন ডাঃ মানিক সাহা।
এই অবস্থায় বিপ্লবের নাম প্রার্থী তালিকায় না থাকায় জল্পনা শুরু হয়েছে। তবে ত্রিপুরা বিজেপির দাবি, বিপ্লব দেব এবার নিজেই নির্বাচনে দাঁড়াতে আগ্রহী নন। তবে দলের তরফে প্রচারে থাকবেন তিন। এছাড়াও চমক রয়েছে প্রার্থী তালিকায়। নাম রয়েছে রাজ্যের অন্যতম সাংসদ প্রতিমা ভৌমিকের। শুধু সাংসদই নয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনিই এই রাজ্যের একমাত্র প্রতিনিধি। তাঁকে বিধানসভায় প্রার্থী করায় প্রশ্ন উঠছে, ত্রিপুরায় কি বিজেপির মহিলা প্রার্থীর অভাব রয়েছে। তিনি ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা লড়বেন বরদোয়ালি কেন্দ্র থেকে। তালিকায় অন্যতম চমক মোবসার আলি। শুক্রবারই সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আর গেরুয়া শিবিরে যোগ দিয়েই নিজের কেন্দ্র কৈলাশহর থেকে টিকিট পেয়ে গেলেন মোবসার আলি। ওই আসনে তাঁকে টিকিট দেয়নি সিপিএম। তা আগেই জানিয়ে দিয়েছিল দল। তারপরই তিনি দলবদল করেন।
এদিন একই সঙ্গে ১৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও। তাঁরা এবার বামফ্রন্টের সঙ্গে জোট গড়ে লড়াইয়ে নেমেছে। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তাঁর নিজের পুরনো কেন্দ্র আগরতলা থেকে প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে প্রার্থী হলেন কংগ্রেসের আশিসকুমার সাহা। সবার আগে বামফ্রন্ট তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। তাঁরা এর মধ্যে প্রচারেও নেমে পড়েছে। বামফ্রন্ট ৪৬টি আসনে লড়াই করছে। জোটের অঙ্কে কংগ্রেসকে ছাড়া হয়েছে ১৪টি আসন। তবে তারপরও কংগ্রেস ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফলে পরিষ্কার, তিনটি আসনে জোট হচ্ছে না। ওই তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জোটের তরফে জানানো হয়েছে। বিজেপির বাকিপ্রার্থীদের নাম কবে ঘোষণা করা হবে তা এখনও জানান হয়নি।


