তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ফের গোষ্ঠী কোন্দল মালদহে! জখম অঞ্চল সভাপতি

তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ফের গোষ্ঠী কোন্দল মালদহে! জখম অঞ্চল সভাপতি
নারায়ণ সরকার, মালদা
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পঞ্চায়েতের প্রার্থী করাকে কেন্দ্র করে বিবাদ। তার জেরে তৃণমূলের অঞ্চল সভাপতি কে খুনের চেষ্টারও অভিযোগ উঠলো। বর্তমানে ওই তৃণমূল নেতা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানা এলাকার। আহত তৃণমূল নেতার নাম শিবানন্দ শর্মা(৪৮) । তিনি হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। তাঁর পরিবারের অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে হবিবপুর থানার পুলিশ।
পরিবার ও পুলিশ জানা গিয়েছে, গতকাল স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রার্থী বাছাইয়ের জন্য একটি মিটিং ডাকে। সেখানে ছিলেন অঞ্চল সভাপতিও। এরপরে প্রায় রাত্রি দশটা নাগাদ পরিবারের কাছে খবর আসে যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে আরেক তৃণমূল নেতৃত্ব জানায় যে, সে রাস্তায় পড়ে গিয়েছিল। যার কারণে আঘাত লেগেছে। কিন্তু পরিবারের অভিযোগ, দুজন ব্যক্তির দুই রকম অভিমত ছিল। তা জেনে তড়িঘড়ি স্থানীয় বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে ছুটে যান পরিবারের লোকজন। গিয়ে দেখেন আঘাত গুরুতর। এতে পরিবারের সন্দেহ হওয়ায় হবিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


