বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের দাবিতে তৃণমূলের বিরাট মিছিল বসিরহাটে

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের দাবিতে তৃণমূলের বিরাট মিছিল বসিরহাটে
26 Sep 2022, 02:00 PM

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের দাবিতে তৃণমূলের বিরাট মিছিল বসিরহাটে

 

 আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ বসিরহাটের সন্দেশখালির দুই তৃণমূল নেতাকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে বিরাট মিছিল হল সুন্দরবনে। তৃণমূলের এই মিছিলে পা মেলাতে দেখা গেল সাধারণ মানুষ সহ কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষকেও। মহিলাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল নজরকাড়া। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বলে জানালেন তৃণমূল নেতা শেখ শাহাজাহান।

 

সম্প্রতি কলকাতা বন্দর দিয়ে প্রায় ২০০ কোটি টাকার হেরোইন পাচারের অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল নেতারা এই ঘটনায় জড়িত। তা নিয়ে সাংবাদিক সম্মেলনও করে বিজেপি। তারপর রাজ্যজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। তার সঙ্গে সন্দেশখালির বাসিন্দা শরিফুল মোল্লা নামে জনৈক ব্যক্তির নামও তুলেছিল বিজেপি।  এই বিষয়ে বেশ কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কলকাতায় বিজেপির রাজ‍্য সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, এই হেরোইন কাণ্ডে অভিযুক্ত শরিফুল মোল্লার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি বিধানসভার আহ্বায়ক শেখ শাহজাহান ও সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরার সংযোগ আছে। এই বক্তব্যের প্রতিবাদে সরবেড়িয়া বাজার থেকে শুরু করে রাজ্য সড়ক ৩ অর্থাৎ বাসন্তী হাইওয়ে হয়ে পাঁচ কিলোমিটার রাস্তা ধরে বিশাল মিছিল পৌঁছায় দক্ষিণ ২৪ পরগনার সীমানা অবধি।

এই মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সদস্য আলমগীর শেখ ও সন্দেশখালি এক নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি জিয়াউদ্দিন মোল্লা সহ একাধিক নেতৃত্ব। নারী পুরুষ নির্বিশেষে বহু তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান। এই মিছিলের মধ্য দিয়ে তারা দাবি তোলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের নেতাদের বিরুদ্ধে যে অপপ্রচারমূলক মন্তব্য করেছেন তার জন্য তাকে তাদের নেতাদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। যদি তিনি নিঃস্বার্থ ক্ষমা না চান তবে তারা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান তৃণমূল নেতৃত্ব। এবিষয়ে শেখ শাহাজাহান বলেন, বিজেপি নেতার অপপ্রচারের বিরুদ্ধে এলাকার মানুষ কয়েকদিন ধরেই স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। সুন্দরবন এলাকায় বিজেপি হালে পানি না পেয়ে এইসব অপপ্রচার চালাচ্ছে। আমি এবং শিবপ্রসাদ হাজরা বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট মামলা করেছি।।

Mailing List