দলীয় কর্মসূচিতে মন্ত্রীর সামনে এক ব‍্যক্তিকে সপাটে চড় মারার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

দলীয় কর্মসূচিতে মন্ত্রীর সামনে এক ব‍্যক্তিকে সপাটে চড় মারার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে
14 Jan 2023, 03:23 PM

দলীয় কর্মসূচিতে মন্ত্রীর সামনে এক ব‍্যক্তিকে সপাটে চড় মারার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: শুরু হয়ে গিয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। আর তাতে রাজ্যের কিছু জায়গায় বিক্ষোভের মুখে পড়তে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। তবে এখানে বিক্ষোভ হয়নি। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে অভিযোগ জানাতে যাচ্ছিলেন এক ব্যক্তি। তখনই স্থানীয় এক তৃণমূল কর্মী তার মুখ চেপে ধরে ধাক্কা দিতে দিতে মন্ত্রীর সামনে থেকে সরিয়ে নিয়ে যান। ওই ব্যক্তিকে চড় মারা হয়েছে বলেও অভিযোগ।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ ব্লকের ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাইবনা গ্রামে যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেখানেই এ দিন রাধামাধবের মন্দিরে পুজো সেরে মন্দিরের চাতালে বসে সেখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন রথীন ঘোষ। গ্রামবাসীরা নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট এবং পানীয় জল নিয়ে মন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ জানান। আর ঠিক সেই সময়ই এক যুবক মন্ত্রীর সামনে অভিযোগ জানাতে গেলে তার মুখ চেপে ধরে মন্ত্রীর সামনে থেকে সরিয়ে তৃণমূল কর্মীরা দূরে নিয়ে যান। তাঁকে চড় মারা হয় বলে অভিযোগ।

ওই যুবকের অভিযোগ, কি কারনে তাঁকে মারা হলো তিনি বুঝতে পারলেন না। তিনি মন্দির কমিটির লোক। তিনি বলেন, মন্দির লাগোয়া একটি রাস্তার হাল ফেরানো দরকার। তাই মন্ত্রীর কাছেই সেটা বলতে গিয়েছিলাম। তখন তৃণমূল কর্মীরা আমার উপর চড়াও হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এরকম যদি কিছু ঘটে তাহলে ঠিক হয়নি। গ্রামের অনেকের সঙ্গেই কথা বলেছি। তাদের অভাব অভিযোগ শুনেছি। কোনো অসুবিধা হয়নি। নিশ্চয়ই তার কোনো ব্যক্তিগত অভিসন্ধি থাকতে পারে।

Mailing List