তুফানগঞ্জের ১২টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল, কেন? প্রত্যয়ী জেলা সভাপতি ব্যাখ্যাও দিলেন

তুফানগঞ্জের ১২টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল, কেন? প্রত্যয়ী জেলা সভাপতি ব্যাখ্যাও দিলেন
আনফোল্ড বাংলা প্রতিবেদন, তুফানগঞ্জ: তুফানগঞ্জ পুরসভার প্রতিটি ওয়ার্ডেই তৃণমূল জিতবে। প্রত্যয়ের সঙ্গেই এমন দাবি করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, "আমাদের কর্মীরাই আমাদের আশ্বাস দিলেন। তুফানগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডেই আমরা দখল করব। নেতারা নয় কর্মীরাই রায় দিচ্ছেন। তাই আমরা অধীর অপেক্ষায় আছি কবে নির্বাচন অনুষ্ঠিত হয়।" সোমবার তুফানগঞ্জ কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন তিনি।
সোমবার তুফানগঞ্জ কমিউনিটি হলে পৌর নির্বাচন কে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হল। এদিন গিরীন্দ্র নাথ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, আব্দুল জলিল আহমেদ, তুফানগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ইন্দ্রজিৎ ধর সহ অনান্যরা। বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "২০২৪ শে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই তুফানগঞ্জ পৌরসভায় ১২ টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতে হবে। এই জন্য দলীয় কর্মীদের সহযোগিতা প্রয়োজন। যারা প্রার্থী হতে পারবেন না তারা মনঃক্ষুণ্ণ হবেন না। সবাই উন্নয়নে শরিক হতে হাতে হাত মিলিয়ে কাজ করুন। এবং বঙ্গ বিভাজনের রাজনীতি যারা করতে চান সেই বিজেপি কে একটিও ভোট নয়।"



