দু’বার ড্রেন উদ্বোধন নিয়ে তৃণমূলের মধ্যেই মারামারি হাসনাবাদে, জখম অন্তত পাঁচজন

দু’বার ড্রেন উদ্বোধন নিয়ে তৃণমূলের মধ্যেই মারামারি হাসনাবাদে, জখম অন্তত পাঁচজন
12 May 2023, 12:55 PM

দু’বার ড্রেন উদ্বোধন নিয়ে তৃণমূলের মধ্যেই মারামারি হাসনাবাদে, জখম অন্তত পাঁচজন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে, গ্রামবাসীরাও ক্ষিপ্ত হয়ে তেড়ে গেল তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে। দুই পক্ষের বিবাদে জখম হয়েছে অন্তত ৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদে।

ঠিক কী কারণে এমন ঘটনা? সূত্রের খবর, বসিরহাটের হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামে ৫৪ নম্বর বুথে ৭ লক্ষ ৯৮ হাজার ৮৪৩ টাকায় একটি ড্রেনের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই যার উদ্বোধন করেছেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান। চারদিন আগে উদ্বোধনের পর কাজও শুরু হয়েছে। এমন সময় গ্রামবাসীরা দেখেন ফের সেখানে চেয়ার পাতা হচ্ছে। মাইক বাঁধা চলছে। খোঁজ নিয়ে জানতে পারেন, ফের সেই ড্রেনের উদ্বোধন হবে। আর তা উদ্বোধন করবেন পঞ্চায়েত সদস্য মন্দিরা দাশ মণ্ডলের স্বামী তথা এলাকার নেতা শঙ্কর মণ্ডল। তা নিয়েই শুরু হয় বিরোধ। গ্রামবাসীরা তেড়ে যান। তাঁদের প্রশ্ন, এখন দ্রুত কাজ প্রয়োজন। বারবার উদ্বোধন নয়। অভিযোগ, গ্রামবাসীরা তেড়ে যেতেই শুরু হয় বিবাদ। ভাঙচুর করা হয় মাইক, চেয়ার টেবিল। মারামারিতে দু’পক্ষের পাঁচজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।

এব্যাপারে হাসনাবাদ দু’ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সেকেন্দর গাজি জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে পদক্ষেপও নেবেন। তিনি বলেন, ‘‘আসলে দল বড় হয়েছে। এখানে কিছু লোক এখন তৃণমূল সেজে আছে। যাঁরা সমস্যা সৃষ্টি করছে। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Mailing List