ভুয়ো শিক্ষকের তালিকায় এবার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভুয়ো শিক্ষকের তালিকায় এবার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভুয়ো শিক্ষকের তালিকায় এবার খোদ তৃণমূল কাউন্সিলরের নাম। ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পাওয়ার তালিকায় রয়েছে তাঁর নাম। তারপরই শোরগোল পড়ে গিয়েছে সোনারপুর পুরসভা এলাকায়। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি তাদের ওয়েবসাইটে ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করে।
অভিযোগ, এই প্রার্থীদের ওএমআর শিটের সঙ্গে তাঁদের প্রাপ্ত নম্বরে গরমিল রয়েছে। তদন্তকারীদের সন্দেহ ওএমআর শিটে জালিয়াতি করেই তাঁরা নিয়োগ পেয়েছিলেন। সেই তালিকায় নাম উঠে এসেছে রাজপুর-সোনারপুর পুরসভার এক মহিলা কাউন্সিলর কুহেলি ঘোষের। ২০১৯ সাল থেকে তিনি সোনারপুরের একটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত। আরও অভিযোগ, স্কুলটি তাঁর বাড়ির কাছাকাছি। যার অর্থ শুধু চাকরি পাওয়াই নয়, প্রভাব খাটিয়ে তিনি বাড়ির সামনের স্কুলেই নিয়োগ পেয়েছেন। কুহেলি ঘোষ সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি। তবে আইনি পথেই এর মোকাবিলা করবেন বলেই জানিয়েছেন তিনি। ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সেই সময় যারা দায়িত্বে ছিলেন তাঁরাই কমিশনের রেকমেন্ডেশন লেটার ও অন্যান্য নথি যাচাই করে ওই শিক্ষিকাকে নিযুক্ত করেছিলেন। ওবিসি-বি ক্যাটেগরিভুক্ত হিসেবে ওই শিক্ষিকা কাজে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। এই ঘটনা সামনে আসতেই আসরে নেমে পড়ছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, অযোগ্যরা চাকরি করবে যোগ্যদের বাদ দিয়ে, এটা চলতে পারে না। এটা সংগঠিত অপরাধ। যাঁরা এই অপরাধ করল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


