তৃণমূল নেতাদের নামে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তরবঙ্গে মহা মিছিলের ডাক তৃণমূলের

তৃণমূল নেতাদের নামে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তরবঙ্গে মহা মিছিলের ডাক তৃণমূলের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: উত্তরবঙ্গে মহা মিছিলের ডাক দিল তৃণমূল। একথা ঘোষণা করলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপির উপর ক্ষোভ উগরে দেন। তারপরই মহা মিছিলের কথা ঘোষণা করেন।
পাপিয়া ঘোষ জানান, বাংলাভাগের চক্রান্ত, পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি ও বিজেপি নেতাদের ক্রমাগত কুৎসা ও অশালীন মন্ত্যব্যের প্রতিবাদেই এই মহা মিছিল করা হবে। আগামিকাল, সোমবার মাল্লাগুড়িতে সকলে জুটবেন। শিলিগুড়ি থেকে হাসমিচক পর্যন্ত হবে মিছিল।
পাপিয়া ঘোষ বলেন, ‘তৃণমূলের সকলকে ‘চোর’ বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের সবাইকে চোর বললে তার উপযুক্ত প্রমাণ দিতে হবে।’
মিছিলে উত্তরবঙ্গের সংমস্ত নেতা নেত্রীরাও উপস্থিত থাকবেন বলে তিনি জানান। যেমন উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যুবনেত্রী সায়নী ঘোষ, মেয়র গৌতম দেব। মোট চারটি জেলা নিয়ে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং ইসলামপুরের কিছু অংশ। মিছিলে মোট ৩০ থেকে ৩৫ হাজার লোক সমাগম হবে বলেও আঢ়াআসার পাপিয়া ঘোষের।


