ঝাড়গ্রাম স্টেশনের উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু

ঝাড়গ্রাম স্টেশনের উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: আগামী ২৪ শে সেপ্টেম্বর রবিবার রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাঁচি স্টেশন থেকে ছাড়ার পর মুড়ি, পুরুলিয়া, টাটা, খড়গপুর স্টেশনে স্টপেজ দেবে। খড়গপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। তবে ঝাড়গ্রাম স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোন স্টপেজ থাকছে না। এই প্রথম দক্ষিণ পূর্ব রেলের রাঁচি হাওড়া রেল লাইনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে। আগামী রবিবার যার অনুষ্ঠানিক সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বৃহস্পতিবার শুরু হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান। বৃহস্পতিবার সন্ধ্যে ছটা দশ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ঝাড়গ্রাম স্টেশনের উপর দিয়ে যায়। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখার জন্য ঝাড়গ্রাম স্টেশনে বহু মানুষ ভিড় জমায়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান করানো হয়েছে। আগামী রবিবার থেকে এই পথে চলবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।


