উদ্যানপালন সপ্তাহে হাওড়া জেলায় মাশরুম চাষ ও উদ্যানপালনে প্রশিক্ষণ এবং প্রদর্শনী

উদ্যানপালন সপ্তাহে হাওড়া জেলায় মাশরুম চাষ ও উদ্যানপালনে প্রশিক্ষণ এবং প্রদর্শনী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাওড়া জেলায় সফলভাবে "উদ্যানপালন সপ্তাহ -২০২৩ " (২২ সে আগস্ট থেকে ২৮ সে আগস্ট ২০২৩) পালন করা হল। ২২ সে আগস্ট ২০২৩ উলুবেড়িয়া -২ ব্লকের অভিরামপুর শ্রীরামপুর সুমডা কৃষি সমবায় সমিতির সেমিনার হলে "উদ্যানপালন সপ্তাহ -২০২৩" এর সূচনা হয়। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ১০০ জন মহিলাকে মাশরুম ও উদ্যানজাত ফসল চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জগৎবল্লভপুরে হাওড়া জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যৌথভাবে জৈব চাষের ওপর ২৩ সে আগস্ট ২০২৩ DAESI প্রোগ্রামের কৃষি উপকরণ বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ফল, ফুল, সব্জি, মশলা ও অন্যান্য উদ্যানজাত ফসলের প্রদর্শনী ২৪ সে আগস্ট ২০২৩ হাওড়া জেলা শাসকের নতুন ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা শাসক শ্রীমতী মুক্তি আর্য, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) জনাব আজার জিয়া, উদ্যানপালন অধিকর্তা (প্রশাসন) শ্রী দিপ্তেন্দু বেরা, উপ উদ্যানপালন অধিকর্তা ড. সমরেন্দ্র নাথ খাঁড়া।
হাওড়া জেলার বিভিন্ন ব্লকের ফল, ফুল, সব্জি, মশলা ও অন্যান্য উদ্যানজাত ফসল প্রদর্শিত হয়। পরবর্তী দিনগুলিতে পলি হাউস, শেড নেট প্রদর্শন ও প্রশিক্ষণ, ক্ষুদ্র সেচ (ফোঁটা ফোঁটা জলসেচ, ফোয়ারা/ ঝর্না সেচ) প্রদর্শন ও প্রশিক্ষণ, প্রশিক্ষণ অনুঠিত হয়। চাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। চাষীদের জৈব চাষ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিনামূল্যে দু কেজি করে নিম খোলের প্যাকেট দেওয়া হয়।মনিকা দাস জানান 'এমন প্রদর্শনী দেখে খুব উৎসাহিত হয়েছি, মাশরুম চাষের প্রশিক্ষণ পেয়ে অর্থ উপার্জন করবো।' সুফল মণ্ডল জানান ' নিম খোলের গুরুত্ব কি তা জানতে পারলাম। জমিতে নিমাটোড নিয়ন্ত্রণ করার উপায় জানতে পেলাম। 'ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করা ও মহিলাদের অর্থনৈতিকভাবে স্বয়ম্ভর করার লক্ষ্য উদ্যানপালন সপ্তাহ খুবই উপযোগী ' বলেন উপ উদ্যানপালন অধিকর্তা ড. সমরেন্দ্র নাথ খাঁড়া।


