Train Accident ফের ট্রেন দুর্ঘটনা! ডালখোলা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে লোহিত এক্সপ্রেস, ইঞ্জিন থেকে আলাদা হল ট্রেনের ১০ টি বগি

Train Accident ফের ট্রেন দুর্ঘটনা! ডালখোলা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে লোহিত এক্সপ্রেস, ইঞ্জিন থেকে আলাদা হল ট্রেনের ১০ টি বগি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের ট্রেন দুর্ঘটনা। এবারের দুর্ঘটনাস্থল এ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশন। জানা গিয়েছে স্টেশন থেকে কিছুটা দূরে দুর্ঘটনার কবলে পড়ে লোহিত এক্সপ্রেস। ট্রেনের ১০টি বগি খুলে যায় ইঞ্জিন থেকে। মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।মঙ্গলবার নির্দিষ্ট সময়েই গুয়াহাটি থেকে জম্মুর উদ্দেশে রওনা দিয়েছিল লোহিত এক্সপ্রেস। উত্তর দিনাজপুরের ডালখোলা এবং সূর্যকমল স্টেশনের মাঝে এসেই ঘটে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎই ইঞ্জিন এবং বগি আলাদা হয়ে যায়। এতে তুমুল আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা স্টেশনের স্টেশনমাস্টার-সহ রেলের আধিকারিকরা। কী ভাবে এমন ভয়ানক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কার কোথায় গাফিলতি রয়েছে তাও দেখা হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ঘা এখনও দগদগে হয়ে রয়েছে রেলের গায়ে। ওই দুর্ঘটনায় ২৮৮ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। তার মধ্যেই ফের আরও একটা দুর্ঘটনা। ফলে রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। তবে ঘটনার সময় ট্রেনের গতি বেশ কম ছিল বলেই দাবি করেছেন যাত্রীদের একাংশ। এর ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।


