মর্মান্তিক ঘটনা হাওড়ার সাঁকরাইলে, বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলো দুই নাবালক

মর্মান্তিক ঘটনা হাওড়ার সাঁকরাইলে, বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলো দুই নাবালক
সুলেখা চক্রবর্তী, হাওড়া
মর্মান্তিক ঘটনা হাওড়ার সাঁকরাইলে। বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলো দুই নাবালক। এদিন গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে যায় ওই দুই নাবালক। দুঃখজনক এই ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল ব্লকের রাজগঞ্জ এলাকার গঙ্গার ঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলা করে এসে তিন নাবালক গঙ্গায় স্নান করতে নামে। আচমকাই তিনজনের মধ্যে দুই জন জলে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তলিয়ে যাওয়া দুই নাবালকের মধ্যে একজন প্রিয়াংশু সিং (১৭) এবং অন্যজন বিনীত সিং (১৪)। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সাঁকরাইল থানায় খবর দিলে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তারা কলকাতা পুলিশের রিভার ট্রাফিককে খবর দেন। রিভার ট্রাফিক ও ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছায়। গঙ্গায় ডুবুরি নেমে তল্লাশি চালালেও ওই দুই নাবালকের দেহ দুপুর পর্যন্ত উদ্ধার হয়নি। গঙ্গায় জোয়ার আসার কারণে দুজনের দেহ অন্যত্র চলে যেতে পারে বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা। প্রায় ঘন্টাখানেকর বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই দুই নিখোঁজ নাবালকের।


