মালদার বেসরকারি স্কুল থেকে নিখোঁজ হওয়া ছাত্রকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ

মালদার বেসরকারি স্কুল থেকে নিখোঁজ হওয়া ছাত্রকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ
নারায়ণ সরকার, মালদা
আবাসিক স্কুল থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছিল ছাত্র। উদ্দেশ্য ছিল, বাড়ি পালিয়ে যাবে। কিন্তু রাস্তা ভুল করে ফেলে। অবশেষে ট্রাফিক পুলিশের সাহায্যে ছেলেকে ফিরে পেলেন পরিবার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের যদুপুরের এক বেসরকারি স্কুলে। স্কুল পালানো ষষ্ঠ শ্রেণির ছাত্রের নাম বিশাল শেখ। তার বাড়ি পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ইংরেজ বাজারের যদুপুরে একটি বেসরকারি আবাসিক স্কুল রয়েছে। ৫ দিন আগে সেখানে পড়াশোনার জন্য ছাত্রকে রেখে যান বাবা হারুল শেখ। শুক্রবার ক্লাসের সময় সেই ছাত্রকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কর্তব্যরত শিক্ষকেরা। খুঁজে না পেয়ে জানানো হয় তার পরিবারকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে কৃষ্ণপল্লি সাবওয়ে গেট এলাকায় কেউ বা কারা সেই ছাত্রকে পেছন থেকে ধাওয়া করছে দেখে নজরে পড়ে ট্রাফিক পুলিশ অমিত পোদ্দারের। তিনি সঙ্গে সঙ্গে ছেলেটিকে আটকে রাখেন। যে ধাওয়া করছিল সেই লোকটি পালিয়ে যায়। কৃষ্ণপল্লি ট্রাফিক অফিসে ছাত্রটিকে বসিয়ে রেখে ইংরেজ বাজার থানায় খবর দেন ওই ট্রাফিক পুলিশ। খবর দেওয়া হয় ছাত্রের বাড়িতে। পরের সমস্ত রকমের আইন মেনে পরিবারের হাতে তুলে দেয়া হয় ছাত্রটিকে। ছেলেকে পেয়ে তার বাবা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই ধরনের ঘটনা কেন ঘটলো? স্কুলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।



