অযোধ্যা থেকে পিকনিক করে ফেরার পথে হুগলির হরিপালে নয়ানজুলিতে পড়লো ট্যুরিস্ট বাস, মৃত ১, জখম ৬০

অযোধ্যা থেকে পিকনিক করে ফেরার পথে হুগলির হরিপালে নয়ানজুলিতে পড়লো ট্যুরিস্ট বাস, মৃত ১, জখম ৬০
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পিকনিক করে বাড়ির উদ্দ্যেশে বাসে চড়ে রওনা দিয়েছিলেন। আর ফেরার পথেই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেল নয়ানজুলিতে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাওয়া টুরিস্ট বাসটিতে ৭২ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।
বুধবার ভোরে ঘটনাটি হুগলি জেলার হরিপারে। ঘটনাটি দকে প্রথমে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁর মৃত্যু হয়েছে তিনি একজন মহিলা। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের পাঠানো হয়েছে কলকাতায়। বাকি প্রায় ৪০ জন যাত্রীর চিকিৎসা চলছে হরিপালেই। কিভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে রায়দিঘি থেকে পিকনিক করার পাশাপাশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘোরার জন্য বাসভাড়া করে গিয়েছিলেন ৭২ জন ব্যক্তি। ঘোরা, খাওয়া ও আনন্দ শেষে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলেন সকলে। আর ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।


