বেড়ানো

01 Jan 2020, 12:00 AM

পাহাড়ের কোলে আকাশ কখনও নীল গালিচা। আবার কখনও আগুনের মতো। তার নীচে থাকা গাছ যে কী অপূর্ব রূপ নিতে পারে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর রাতে সেই গাছের ওপর যখন বরফ পড়ে? সকালেও লেগে থাকে তার পরশ।

ছবিগুলি ক্যামেরাবন্দি করেছেন নীলাব্জ পাঁজা

Mailing List