টলিউড তারকা প্রসেনজিতের বোন পল্লবীকে মৃত বলে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা উধাও!

টলিউড তারকা প্রসেনজিতের বোন পল্লবীকে মৃত বলে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা উধাও!
01 Apr 2023, 08:58 PM

টলিউড তারকা প্রসেনজিতের বোন পল্লবীকে মৃত বলে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা উধাও!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এবার সাইবার প্রতারণার শিকার টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। অভিযোগ তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ ১৭ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। তবে কে বা কারা কীভাবে এই কাণ্ড ঘটাল তা এখনও পরিষ্কার নয়। শুধু টাকা হাতানোই নয়, অভিযোগ, প্রতারকরা পল্লবীর মৃত্যু হয়েছে এই দাবি করে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছে।

ঘটনা সামনে আসতেই অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিনব প্রতারণা নিয়ে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় জানান, অ্যাক্সিস ব্যাঙ্কের শরৎ বোস রোড শাখায় তাঁর একটি পিপিএফ অ্যাকাউন্ট আছে। আচমকাই ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয়, তাঁর সেই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গিয়েছে। তারপরই অভিনেত্রী জানতে পারেন, ওই অ্যাকাউন্টে থাকা তাঁর সমস্ত টাকাও কেউ তুলে নিয়েছে। টাকা তোলার আগে অভিনেত্রীকে মৃত বলেও দাবি করে প্রতারকরা। গোটা ঘটনায় তাজ্জব পল্লবী।

তাঁর প্রশ্ন, মৃত্যু হলে তাঁর একটা ডেথ সার্টিফিকেট থাকে। এক্ষেত্রে তা কোথা থেকে পাওয়া গেল? কিন্তু ব্যাঙ্কের তরফে তিনি এর কোনও সদুত্তর পাননি বলেই দাবি পল্লবীর। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত একটা সংস্থায় এতবড় জালিয়াতির ঘটনায় অবাক পল্লবী। তিনি বেলেন, এমন ঘটনা আজ আমার সঙ্গে হয়েছে, হয়ত আরও অনেকের সঙ্গেই হচ্ছে আমরা জানতেও পারছি না। ঘটনার পর কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। তবে খোয়া যাওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন বলেও ব্যাঙ্কের তরফে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। তবে যতক্ষণ না পাচ্ছেন, সন্দেহ নিশ্চিন্ত হতে পারছেন না অভিনেত্রী।

Mailing List