বর-বউ চেয়ারে বসে সিঙ্গল ছবি শেয়ার করতেই ফের তীব্র কটাক্ষের শিকার হলেন টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

বর-বউ চেয়ারে বসে সিঙ্গল ছবি শেয়ার করতেই ফের তীব্র কটাক্ষের শিকার হলেন টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ২০শে জানুয়ারি মুক্তির অপেক্ষায় টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'কাবেরী অন্তর্ধান'। নতুন ছবির জন্য স্বাভাবিকভাবেই চর্চায় রয়েছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী হিসাবে শ্রাবন্তী যত না চর্চায় থাকেন তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনি। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজস্ব মহিমায় নেটপাড়ায় ভক্তদের দিল জিততে সব সময় প্রস্তুত বং বিউটি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
অভিনেত্রীর যে কোনও পোস্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ তাঁর ব্যক্তিগত জীবনকে খোঁচা দিতে নানারকমের কটূক্তি করে থাকেন। সম্প্রতি বন্ধুর বিয়েতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে গিয়ে খুব স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি ছবি ক্লিক করেছেন অভিনেত্রী। সাধারণ মানুষের মতো শ্রাবন্তীও বিয়ে বাড়িতে তোলা ছবি নিজের ইনস্টা হ্যান্ডলে শেয়ার করেছেন। ব্যাস, তারপরেই নেতিবাচক কমেন্টের বন্যা। 'সতেরো নম্বর বিয়ের প্রস্তুতি' বলে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন এক নেটিজেন।
বর-বউয়ের চেয়ারে বসে সিঙ্গল ছবি শেয়ার করতেই তীব্র কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। সেই ছবিতে নেটপাড়ার এক সদস্য লিখেছেন, 'নাতি-নাতনিদের সঙ্গে বিয়ে হবে।' কেউ আবার শ্রাবন্তীর অসফল বিবাহিত জীবনকে ইঙ্গিত করে লিখেছেন, ' প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসে প্রেম হয়। আমার তো মশা বসেছিল...এখন কী হবে।' তবে শুধুই যে কটাক্ষের বানে বিদ্ধ হয়েছেন এমটা নয়, অনেকেই তাঁর সৌন্দর্যের তারিফ করেছেন। বিয়ে বাড়ির সাজে তাঁকে সুন্দর লাগছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
শ্রাবন্তীর কমেন্ট বক্সে ভালো-মন্দ মিশিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মাঝে নজর কেড়েছে একটি বিশেষ কমেন্ট। এক নেটিজেন মন্তব্য করেছেন year নয়, Yaar। বন্ধুকে আমরা যে ইয়ার বলে থাকি সেই শুদ্ধ বানান লিখে কটাক্ষ করে শ্রাবন্তীকেও নেটিজেন বলেছেন, এই সামান্য বানানটাও ঠিক করে লিখতে জানেন না? যদিও এখন শ্রাবন্তীর ইনস্টা পোস্টে চোখ রাখলে শুদ্ধ বানানটাই দেখা যাচ্ছে। সম্ভবত নিজের ভুল শুধরে নিয়েছেন অভিনেত্রী।


