দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কোন রাশির জাতকের? অর্থ উপার্জনের সুযোগ কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (৪ঠা জুলাই)

দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কোন রাশির জাতকের? অর্থ উপার্জনের সুযোগ কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (৪ঠা জুলাই)
04 Jul 2022, 11:48 AM

দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কোন রাশির জাতকের? অর্থ উপার্জনের সুযোগ কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (৪ঠা জুলাই)

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন

মেষ 

নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল হলেও ব্যয় থাকবে।

বৃষ

আপনার প্রচেষ্টা আজ সফল না-ও হতে পারে। মিথ্যের সাহায্য নিলে ফাঁসতে পারেন। মূল্যবান দ্রব্য প্রাপ্তির যোগ। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে তা আপসে মিটিয়ে নিন।

মিথুন

স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।

কর্কট

দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনা-বেচা করার জন্য দিনটি শুভ। খুব জরুরি কাজ থাকলে আজ করবেন না।

সিংহ

ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে। নতুন গৃহ নির্মাণের শুভ সময় আসছে। দাম্পত্যসুখ বজায় থাকবে। আজ বন্ধুর সুবাদে কিছু অর্থ উপার্জন হতে পারে।

কন্যা

সকালের দিকে সঞ্চয় ও ব্যয় দুই-ই সমান থাকবে। বিশেষ কোনও ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে দুর্বলতা আসতে পারে।

তুলা

শরীরের কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।

বৃশ্চিক

সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়।

ধনু

মাথায় আঘাত লাগার আশঙ্কা। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসা ভাল থাকলেও সকাল থেকে শরীরে ভাল থাকবে না। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ হতে পারে। বাবামায়ের সঙ্গে ছোট বিষয় নিয়ে অশান্তি।

মকর

নিজের মনের ওপর নিয়ন্ত্রন থাকবে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রাখুন। আর্থিকভাবে লাভবান রাখুন। উপহার পাবেন। আজ ভালবাসার অনুভুতি থাকবে। কর্মক্ষেত্রে সবকিছুতে মুশকিল থাকবে। অতিরিক্ত সময় নিজের আয়ত্বে থাকবে।

কুম্ভ

শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠবেন। আর্থিক উন্নতি নিশ্চিত। ব্যায় ঊর্ধ্বমুখী হবে। সবার চাহিদার কথা চিন্তা করলে মুশকিল। বিভিন্ন নির্দেশে আজকে বিধ্বস্ত থাকবেন। বিয়ের সুযোগ রয়েছে। আজ নানা লক্ষ্যে পৌঁছাতে পারেন।

মীন

প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাত্‍ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

Mailing List