সুনাম প্রাপ্তির যোগ কোন রাশির জাতকের? থাইরয়েডের সমস্যায় ভোগান্তি কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (২৫শে জানুয়ারি)

সুনাম প্রাপ্তির যোগ কোন রাশির জাতকের? থাইরয়েডের সমস্যায় ভোগান্তি কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (২৫শে জানুয়ারি)
25 Jan 2023, 10:06 AM

সুনাম প্রাপ্তির যোগ কোন রাশির জাতকের? থাইরয়েডের সমস্যায় ভোগান্তি কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (২৫শে জানুয়ারি)

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন 

মেষ রাশি: অতিরিক্ত কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাত্‍ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট পেতে পারেন। সন্তানের দিকে একটু নজর দিতে হবে। 

বৃষ রাশি: কিছু কারণে অযথা হায়রানি হতে পারে। অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করুন, লাভবান হতে পারেন। সংসারে শান্তি বজায় থাকবে। 

মিথুন রাশি: কোনকোনও সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উত্‍ফুল্ল কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। 

কর্কট রাশি: বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাত্‍ প্রাপ্তিযোগ রয়েছে। কারও কারও চিকিত্‍সার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে। 

সিংহ রাশি: কোনওকোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীর সঙ্গে বেশি অন্তরঙ্গ হবেন না, অশান্তির হতে পারে। অর্থক্ষতি থেকে সাবধান থাকা দরকার। 

কন্যা রাশি: ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মন উত্‍ফুল্ল থাকবে। আপনার সহনশীলতা আপনাকে বিপদ থেকে বাঁচাবে। কথা খুব বুঝে বলবেন। 

তুলা রাশি: কোনওভাল কাজে সুনাম প্রাপ্তির যোগ। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। কোনও মহিলার কাছ থেকে খুব বড় আঘাত পেতে পারেন। 

বৃশ্চিক রাশি: স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তাবৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। 

ধনু রাশি: সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে।

মকর রাশি: আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে। স্নায়বিক অসুখের কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। 

কুম্ভ রাশি: থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। শখ মেটাতে খরচ হতে পারে। শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

মীন রাশি: ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাত্‍ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

Mailing List