অর্থ উপার্জনের সুযোগ কোন রাশির জাতকের? শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (২২শে মার্চ)

অর্থ উপার্জনের সুযোগ কোন রাশির জাতকের? শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন (২২শে মার্চ)
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন
মেষ: পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না। ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি মুশকিলে ফেলবেন। অন্যদের প্রশংসা করুন, ভাল ফল পাবেন। দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন।
বৃষ: ভালবাসাকে উপেক্ষা করুন। রুক্ষ মনোভাব অনেক বিরোধ আনবে। বন্ধুত্ব ভাল সুযোগ আনবে। নতুন কিছু শুরুর সম্ভাবনা আছে। আজকে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিক করবেন।
মিথুন: পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করা উচিত। অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্যবান জিনিস নিতে পারে।
কর্কট: উচ্ছাস থাকবে অনেকের মধ্যেই। সামনে অনেক কিছুই থাকবে। ব্যায়গুলির সন্ধান করুন। ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য অনেকেই আপনার উপদেশ চাইতে পারে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক রাখুন।
সিংহ: ভালবাসায় ছলনা হতে পারে। তৃতীয় ব্যাক্তির কারণে আজ ভুগবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। হিংসে করা ঠিক নয়। ভ্রমণের পরিকল্পনা বানচাল করুন। নিজের জন্য সময় বার করতে পারেন। স্ত্রীর থেকে সহায়তা পাবেন।
কন্যা: আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরোনো বন্দোবস্তের ফলে আজ ক্ষতি হতে পারে। শিক্ষাক্ষেত্রে যেন ব্যাঘাত না ঘটে। আপনার আড়ালে অনেক কিছুই ঘটবে। নিজের সবটা দিয়ে কাজ করুন। কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন।
তুলা: পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে। পিতামাতার প্রতি চিন্তা রাখুন। অহংকার আনবেন না। শত্রুর তালিকা বৃদ্ধি হবে। কোনও কাজে অনুতপ্ত হবেন না। বিনিয়োগ প্রায়শই মুশকিলে ফেলবে। কর্মক্ষেত্রে আনুগত্যের প্রয়োজন।
বৃশ্চিক: আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। আজ ক্ষতির সম্মুখীন হবেন অনেকেই। বাজি থেকে দূরে থাকা দরকার। আপনি মধ্যমণি হলে আজ সকলের মুশকিল। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর।
ধনু: বক্তব্য শোনা অভ্যাস করুন। শিক্ষাক্ষেত্রে যেন ব্যাঘাত না ঘটে। আপনার আড়ালে অনেক কিছুই ঘটবে। অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন। কাজে জুড়ে থাকুন।
মকর: কোনও কিছুতেই বিশ্বাস করবেন না। অর্থ নিয়ে চিন্তা নেই। পরিবারের সদস্যরা ভাল বিষয়ে পরামর্শ দিলে গ্রহণ করুন। বাড়িতে মুশকিল থাকবে। বিতর্ক দেখলে এড়িয়ে যান। প্রেমিকার মেজাজ থেকে সাবধান।
কুম্ভ: যে লোকেরা জমি কিনেছিল তাঁদের আজ লাভ হবে। খুব ভাল পরিমাণ অর্থ অর্জন করবেন। পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটবে। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। সহযোগীরা বিরক্ত হতে পারে।
মীন: পরিবারের সদস্যরা ভাল ভূমিকা গ্রহণ করবেন। খুশির মেজাজে থাকবেন। সামাজিক অনুষ্ঠানে আজকে অনেক কিছু জানতে পারবেন। বিতর্ক দেখলে এড়িয়ে যান। প্রেমিকার মেজাজ থেকে সাবধান। পরিবারের সঙ্গে ঘুরে বেড়ান।


