ক্ষমতায় থাকতে সিপিএম, বিজেপির বদমাশরা সরু লাইনে ঢুকেছে তৃণমূলে, আক্ষেপের সুর তাপসের গলায়

ক্ষমতায় থাকতে সিপিএম, বিজেপির বদমাশরা সরু লাইনে ঢুকেছে তৃণমূলে, আক্ষেপের সুর তাপসের গলায়
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পঞ্চায়েত ভোটে শাসক তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসেবে দুর্নীতিকে ব্যবহার করতে চলেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ বিরোধীরা। সেই পরিপ্রেক্ষিতেই তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং বিধায়ক তাপস রায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি?
উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় রবীন্দ্রভবনে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, অন্য রাজনৈতিক দলের বদমাশগুলো নিজের পায়ের তলার মাটি শক্ত করে রাখার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে। সব সময় তারা চায় সরকারি দলের সঙ্গে থাকতে। আর আমাদের কাউকে কাউকে তারা খুঁজেও পেয়েছে। আর তাদের সঙ্গেই আমাদের দলে ঢুকে পড়েছে। এবার দলে ঢুকে নিজেদের মত কাজ করে যাচ্ছে। এই জায়গাটা আমরা আটকাতে পারিনি। যদি সেই জায়গা আটকাতে পারতাম, তাহলে আমাদের আজ এই পরিস্থিতি দেখতে হতো না।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে রাজ্যে একেবারে তোলপাড়। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা বর্তমানে জেলবন্দি। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে কার্যত অস্বস্তিতে পড়তে হচ্ছে। আর বিভিন্ন কর্মী সভায় গিয়ে দলীয় নেতাদের মুখে সেই প্রসঙ্গ উঠে আসছে। তৃণমূলের অন্দরে যে দলের একশ্রেণীর নেতাকর্মীরা যাচ্ছেতাই পরিস্থিতি তৈরি করে চলেছেন, সেই বিষয়টি শোনা যাচ্ছে তাপসের মুখেও। তিনি একথাও বলেছেন, আমাদের কি ভুল ত্রুটি নেই? নিশ্চয়ই রয়েছে। কিন্তু সেগুলো সবাই শুধরে নেবেন। অহংকার ছেড়ে আপনারা মানুষের কাছে যান। এই জন্যই দল আপনাদের ক্ষমতা দিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, যে কোনো দলের জন্যই ছাকনি জরুরী। দল অনেক বড় হয়েছে। সেই বিষয়টিই তাপস বলতে চেয়েছেন।


