গরমে সুস্থ থাকতে ভরসার রাখুন লস্যির উপর! রইলো জনপ্রিয় তিন লস্যির রেসিপি

গরমে সুস্থ থাকতে ভরসার রাখুন লস্যির উপর! রইলো জনপ্রিয় তিন লস্যির রেসিপি
18 Apr 2023, 11:59 AM

গরমে সুস্থ থাকতে ভরসার রাখুন লস্যির উপর! রইলো জনপ্রিয় তিন লস্যির রেসিপি 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অনেকেই গরমে কাহিল হয়ে শরীরচর্চা বন্ধ করে দিয়েছেন। তবে চিকিত্‍সকদের নিয়মিত শরীরচর্চা বন্ধ করে দিলে বা সেই মনোভাব রাখলে সমস্যায় পড়তে পারেন। এতে শরীরে ব্যথা ও ওজন বৃদ্ধি পায়। আবার অন্যদিকে, গরম থেকে বাঁচতে সকলেই বারংবার ঠাণ্ডা পানীয়তে চুমুক দেন। এতেই শুরু হয় সমস্যা কারণ বেশি ঠাণ্ডা পানীয় খেলে শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। তাই গরমে সুস্থ থাকতে ভরসার রাখুন লস্যির উপর। তাই স্বাদ ও স্বাস্থ্য উভয়ই বজায় রাখতে, রইল তিনটি লস্যির রেসিপি-

১) আম লস্যি-

উপকরণ: দই-৩০০ গ্রাম, জল-২ কাপ, গোটা আম-১টি, শুকনো পুদিনা পাতা- ১/২ চা চামচ

প্রনালী: প্রথমে আমের পাল্প আটি থেকে আলাদা করে নিন, তারপর এই সকল উপাদান মিক্সারে ব্লেন্ড করে নিন। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন অথবা বরফ দিয়ে পরিবেশন করুন। 

২) দইয়ের লস্যি- 

উপকরণ- দই: ৫০০ গ্রাম, জিরে গুঁড়ো: ১/২ চা চামচ, সৈন্ধব লবণ: স্বাদ অনুসারে

প্রনালী: এই তিনটি উপাদান প্রথমে মিক্সারে ব্লেন্ড করুন। এরপর কাচের গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

৩) পুদিনা লস্যি-

উপকরণ- দই: ৫০০ গ্রাম, শুকনো পুদিনা পাতা: ১ চা চামচ, জিরে গুঁড়ো: ১/২ চা চামচ, সৈন্ধব লবণ: স্বাদ অনুসারে

প্রনালী: এই চারটি উপকরণ মিক্সারে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে বরফ সহযোগে পরিবেশন করুন।

Mailing List