পরিবেশ বাঁচাতে বাদ প্লাস্টিক, অভ্যেস বদলাবেন কীভাবে?

পরিবেশ বাঁচাতে বাদ প্লাস্টিক, অভ্যেস বদলাবেন কীভাবে?
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমান। কিন্তু প্লাস্টিকের ব্যবহার কমাচ্ছে কে? দিব্যি সব দোকানে জিনিস ভরে দেওয়া হচ্ছে প্লাস্টিক ব্যাগে। কীভাবে এই বাজে অভ্যেস বদলানো যায়? রইল সহজ টিপস-
* দোকান বাজার করতে বাড়ির ব্যাগ বা থলে নিয়ে যান। তাতে করে জিনিস ভরে আনুন। কেউ কাগজের ঠোঙায় জিনিস দিলে সমস্যা নেই।
* রেস্তোরাঁয় প্লাস্টিকের (Plastic)কাঁটা-চামচ ব্যবহার করবেন না। দিতে চাইলেও নেবেন না। বদলে স্টিল বা কাঠের কাঁটা-চামচ ব্যবহার করতে পারেন।
* একই ভাবে যে সব তরল প্লাস্টিকের বোতলে বিক্রি হয় সেগুলোর জন্য কাচের বোতল কিনুন। তাতে দোকান থেকে তেল, শ্যাম্পু-সহ নিত্য প্রয়োজনীয় ভরে নিন।
* একান্তই প্লাস্টিক ব্যবহার করলে যত্রতত্র ফেলবেন না। ডাস্টবিন ব্যবহার করুন। সমুদ্রসৈকত (sea beach), নদী প্লাস্টিক বর্জ্যমুক্ত করার অভিযানে যোগ দিন।
* প্লাস্টিকের পাত্র দেখতে খুব সুন্দর। কাচের বোয়াম আরও ভাল। মা-দিদিমাদের মতো মোটা কাচের বয়াম নিয়ে আসুন। তাতে খাবার ভরে রাখুন। দেখতে বেশ লাগবে।
* কাচের বোতল কিন্তু পরিষ্কার করাও সহজ। একটু গরম জলে সোডা বা ভিনিগান দিয়ে মাখিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। বদলে লিক্যুইড সোপও ব্যবহার করতে পারেন।
* উপহার প্লাস্টিকে না মুড়ে কাগজ দিয়ে সুন্দর ব্যাগ বানিয়ে নিন। নিজের হাতে বানাতে পারলে খুব ভাল। বাজারে ইদানিং এই ধরনের বা কাপড়ের ব্যাগ পাওয়া যাচ্ছে। কিনে নিতে পারেন। ভালো লাগবে দেখতে।


