জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে কুলটিতে পাম্পিং স্টেশন আধুনিকীকরণে জোর, পরিদর্শনে সেচমন্ত্রী

জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে কুলটিতে পাম্পিং স্টেশন আধুনিকীকরণে জোর, পরিদর্শনে সেচমন্ত্রী
আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ কলকাতার জল যন্ত্রণা থেকে বাঁচাতে হাড়োয়ার বাগজোলা খালের কুলটি পাম্পিং স্টেশন আধুনিকীকরণের ভাবনা শুরু করলো রাজ্য সরকার। সেই লক্ষ্যে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি পাম্পিং স্টেশনের সরজমিনের দেখতে সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী সেটির দ্রুত আধুনিকীরনের নির্দেশ দেন।
অল্প বৃষ্টিতেই কলকাতার রাজপথ রীতিমতো জলমগ্ন হয়ে পড়ে। সেই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে সেকালে তৈরি হয়েছিল বাগজোলা খাল। সেই বাগজোলা খালের পাম্পিং স্টেশন রয়েছে হাড়োয়ার কুলটি এলাকায়। সেগুলি রয়েছে ম্যানুয়াল। কখনো কখনো বিকল হয়ে পড়ে। ফলে সমস্যায় পড়তে হয় সরকার থেকে কলকাতা বাসীর। সেই সমস্যা থেকে মুক্তি দিতে এবার আধুনিক মানের উন্নত প্রযুক্তির পাম্পিং স্টেশন নির্মাণ করার উদ্যোগ নিলেন রাজ্য সরকার। কুলটি পাম্পিং স্টেশন পরিদর্শন করতে এদিন দুপুর রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক যান। সঙ্গে ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমার সেচ দপ্তরের আধিকারিক রানা চ্যাটার্জি, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল, মিনাখাঁ বিধায়িকা ঊষা রানী মন্ডল এছাড়া প্রশাসনিক আধিকারিকরা।
খুব দ্রুত কুলটি পাম্প স্টেশন আধুনিকরণ করা হবে বলে জানালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জেনে তারা কি ধরনের সমাধান চাইছেন সেই মত কাজ করা। সেই মত এদিন পাম্পিং স্টেশন দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম।।


