তিতাসের সেরাটা দেওয়া বাকি আছে, জানিয়ে দিলেন বাবা  

তিতাসের সেরাটা দেওয়া বাকি আছে, জানিয়ে দিলেন বাবা   
25 Sep 2023, 11:00 PM

তিতাসের সেরাটা দেওয়া বাকি আছে, জানিয়ে দিলেন বাবা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মেয়ে তিতাসের বোলিংয়ে ভর করেই ভারত এশিয়াডে প্রথম সোনা জিতেছে। তবু বাড়তি উচ্ছাস ‌নেই বাবা রণদীপ সাধুর। তিতাসের যে সেরাটা দেওয়া বাকি আছে তা জানাতে ভুল করলেন না তাঁর বাবা। রণদীপ সাধুর কথায়, ‘ভারতীয় দলে বিশেষ করে সিনিয়র দলে প্রথমবার সুযোগ পেলে সব ক্রিকেটারের একটা জড়তা থাকে। আমার মনে হয় প্রথম দুটি ম্যাচে পারফরম্যান্সের নিরিখে ও সেটা কাটিয়ে উঠল। আগামী দিনে ভারতীয় দলে স্থায়িত্বের ক্ষেত্রে এই পারফরম্যান্স কাজে আসবে। তবে ও এখনও ৬০ বা ৭০ শতাংশ দিতে পেরেছে পুরোটা নয়।’

বঙ্গ সন্তানের এই তিন উইকেট ভারতে এশিয়াডে সোনা এনে দিল। বলা ভালো ইতিহাসের পাতায় নাম লেখালো ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্বাভাবিক ভাবেই খুশি গোটা দেশ। ঠিক তেমনই আনন্দে মেতে উঠেছে তিতাসের পরিবারও। আর চারদিন পরই তিতাসের জন্মদিন। তার আগে এই জয় জন্মদিনের আনন্দ যে অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

ছোট বেলার কোচ দেবদুলাল রায়চৌধুরি বলেন ‘ফাইনালে ম্যাচের টেম্পারমেন্টকে ধরে রাখতে পারে এটাই ওর সব থেকে বড় ইউএসপি। ও খুব দ্রুত ভুল শুধরে নিতে পারে। এটাই বাকি থেকে ওকে এগিয়ে রাখে। কোনও ম্যাচে কিছু ভুল করলে পরের দিনই অনুশীলনে সেটা শুধরে নেয়।’

একইসঙ্গে তিতাসের কোচ উল্লেখ করেছেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখার পর থেকেই আমরা আশা করেছিলাম ও খুব দ্রুত সিনিয়র দলে সুযোগ পাবে। সেটা হয়েছে। আমরা প্রত্যেকেই গর্বিত ওকে নিয়ে।’

Mailing List