Tips:ভালবাসা অটুট থাক সম্পর্কে, এই সহজ উপায়গুলি মেনে চলুন

Tips:ভালবাসা অটুট থাক সম্পর্কে, এই সহজ উপায়গুলি মেনে চলুন
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ভালবাসি বলে ফেলেছেন। তাই মানতে তো হবেই। শুরু হয়েছে সম্পর্কও। কিন্তু সেই ভালবাসাকে টিকিয়ে রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু আসল। রইল এমনই কয়েকটি পথের খোঁজ।
• আপনি মুখে যা বলছেন, কাজেও কি তাই করছেন? এই দুইয়ের গরমিলই কিন্তু সব ঝামেলার মূলে। সম্পর্কে থাকা দু’জন মানুষই যদি বিযয়টা খেয়াল রাখেন, ভাঙন রুখে দেওয়া যায়।
• প্রত্যেকটা সম্পর্কের (Relations)ধরন কিন্তু আলাদা। তাই একটি সম্পর্কে যে বিষয়গুলো ইতিবাচক, অন্য সম্পর্কে সেগুলো কাজ না করতেই পারে। নিজেদের ভালবাসাকে ভাল রাখুন নিজের মতো করে। অন্যদের সব পরামর্শই মানতে হবে, এমন কোনও কথা নেই।
• নিজের অনুভূতিগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। এতে সঙ্গীর বিষয়ে আপনার ধারণা বা ভালবাসার ধরন বা মাত্রা অনেকটাই স্পষ্ট হয়ে উঠবে আপনার কাছে। তাতে ঝগড়াঝাঁটি মেটাতেও সুবিধা হবে।
• যে কোনও জিনিস ভেঙে গেলে বা ফাটল ধরলে তা সারাতে চেষ্টা করেন প্রত্যেকেই। ঠিক একই ভাবে যে কোনও দ্বন্দ্ব, অশান্তি বা ঝামেলা মেটাতে খানিকটা মেরামতি জরুরি। সে চেষ্টার অভাবেই কিন্তু সম্পর্ক ভাঙে।
• আপনার সঙ্গীর হয়তো কোনও কারণে মন খারাপ (Mood off)কিংবা তিনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই দিনগুলোয় অশান্তি হলেও তাঁকে একটু ছাড় বা বাড়তি সুযোগ দিন না!
• সম্পর্কে ওঠাপড়া থাকেই। সব সময়ে যে আনন্দে কাটবেই, এমন কোনও গ্যারান্টি নেই। বরং দুঃখ বা কষ্টও থাকতে পারে কোনও কোনও সময়ে। এই দিনগুলোকেও স্বাভাবিক বলে মেনে নিন। সমস্যা কমবে অনেকটাই।
প্রত্যেকটা সম্পর্ক তার নিজের গতিতে চলে নিজের মতো করে। তাই সেটা চলুক সময়ের মতো।


