তিকিতাকা ২-০, নতুন তারা গাভি  

তিকিতাকা ২-০, নতুন তারা গাভি   
24 Nov 2022, 03:25 PM

তিকিতাকা ২-০, নতুন তারা গাভি

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলে আবার তিকিতাকার ঝলক। বুধবার রাতে ফুটবল বিশ্বকাপ দেখল তিকিতাকা ২-০। তবে স্পেনের জয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে গাভি।

স্পেনের জার্সিতে প্রত্যেকেই দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন। তবে তার মধ্যে আলাদা নজর কেড়েছেন বছর উনিশের তরুণ। বার্সেলোনার এই ফুটবলার ভবিষ্যতের মহাতারকা সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তার বল ধরা, ছাড়া, জায়গা নেওয়া এবং স্কিল মনে করাচ্ছে স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার কথা। লুইস এনরিকে নিজেও জানিয়ে দিয়েছেন গাভি শুধু স্পেনের নয়, আগামী ১০ বছর বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হতে চলেছে। আর স্বয়ং গাভি মনে করেন তার সেরা খেলা এখনও বাকি।

কৈশোরের গন্ধ এখনও গা থেকে যায়নি। অভিজ্ঞতা বলতে বার্সেলোনার হয়ে ৭ ম্যাচে খেলা। গত বছর স্পেনের হয়ে নেশনস লিগে অংশ নিয়েছিলেন এই কিশোর। দলের সবচেয়ে কমবয়সী ফুটবলার হয়েও গোলের দেখা পান তিনি। গাভি মূলত মাঝমাঠ আলো করে থাকা তারকা। প্রতিপক্ষের চোখে চোখ রেখে দাপিয়ে বেড়ান মাঠে। তখন থেকেই লুই এনরিকে বুঝে গিয়েছিলেন এই ছেলেই হবে স্পেন ফুটবলের ভবিষ্যৎ।

Mailing List