‘নো প্লাস্টিক, সেভ প্ল্যানেট’ বার্তা দিতে মেদিনীপুর থেকে বাইকে চড়ে তিন যুবক পাড়ি দিলেন লাদাখ

‘নো প্লাস্টিক, সেভ প্ল্যানেট’ বার্তা দিতে মেদিনীপুর থেকে বাইকে চড়ে তিন যুবক পাড়ি দিলেন লাদাখ
24 Sep 2023, 02:15 PM

‘নো প্লাস্টিক, সেভ প্ল্যানেট’ বার্তা দিতে মেদিনীপুর থেকে বাইকে চড়ে তিন যুবক পাড়ি দিলেন লাদাখ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্লাস্টিক কতটা ক্ষতিকারক? প্রশ্নের উত্তরটা এখন অনেকের জানা। কিন্তু তবুও কী সচেতনতা জাগছে? উত্তরটা হবে, নিশ্চিত না। তাহলে কেন এখন দোকানে বাজারে প্লাস্টিকের ব্যাগ অবলীলায় পাওয়া যায়। সুশিক্ষিত মানুষও কেন বাজারে যাওয়ার আগে ব্যাগ নিতে ভোলেন। হাতে প্লাস্টিকের ব্যাগে সব্জি নিয়ে বাড়ি ফেরেন? একটাই উত্তর, সচেতনতা এখনও তলানিতে।

তাই এবার সে বিষয়ে সচেতনতা তৈরি করতে উদ্যোগী হল মেদিনীপুরের তিন যুবক। সত্যজিৎ সাউ, অরূপ কুমার দাস এবং স্বরূপ মহাপাত্র। না, তাঁরা কেবল মেদিনীপুর শহরে সচেতনতা কর্মসূচী চালাবেন তা নয়। মেদিনীপুর থেকে শুরু করে সচেতনতার বার্তা পৌঁছে দেবেন লাদাখ পর্যন্ত। মেদিনীপুর থেকে বারানসী, লক্ষ্নৌ, চন্ডীগড়, মানালি অটল টানেল হয়ে যাবেন লাদাখ। কিভাবে যাবেন? অবশ্যই এই তিন যুবক যাবেন মোটর সাইকেলে। যার যাত্রা শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর। আর ফিরবেন ১০ অক্টোবর। আর যাত্রাপথে থাকবে একটাই বার্তা, Say no to plastic - save the planet।

এটাই সত্যজিৎবাবুদের প্রথম যাত্রা নয়। এর আগেও মোটরবাইকে করে নানা সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন জায়গা গিয়েছেন। আর এ জন্য একটি সংস্থাও তৈরি করেছেন তাঁরা। যার নাম দিয়েছেন এরোলাইট রাইডস (Aerolite Rodies)। সত্যজিৎবাবুর কথায়, যাত্রাপথে আমাদের বার্তা যদি হাতেগোনা কিছু মানুষকেও সচেতন করে, তাতেও আমরা খুশি। কারণ, এভাবেই ধীরে ধীরে তো সচেতনতা বাড়তে থাকে। আর এ ব্যাপারে মানুষ সচেতন না হলে আগামীদিনে কিন্তু বড় বিপদ।

 

 

Mailing List