দালালের হাত ধরে বাংলাদেশে মামার বাড়ি যেতে গিয়ে জেল খেটে এক বছর পর দেশে ফিরতে পারলেন হাবড়ার তিন বাসিন্দা

দালালের হাত ধরে বাংলাদেশে মামার বাড়ি যেতে গিয়ে জেল খেটে এক বছর পর দেশে ফিরতে পারলেন হাবড়ার তিন বাসিন্দা
11 Oct 2022, 10:55 AM

দালালের হাত ধরে বাংলাদেশে মামার বাড়ি যেতে গিয়ে জেল খেটে এক বছর পর দেশে ফিরতে পারলেন হাবড়ার তিন বাসিন্দা

 

কুহেলি দেবনাথ, কৃষ্ণগঞ্জ

 

পাশপোর্ট ছাড়াই বাংলাদেশে মামার বাড়ি যাচ্ছিলেন হাবড়ার তিন বাসিন্দা। সীমান্ত পারাপারের জন্য ধরেছিলেন দালাল। পেরিয়েও গিয়েছিলেন সীমান্ত। কিন্তু তারপরই বিপত্ত ঘটে। ঝিনাইদহে মামার বাড়িতে পৌঁছনোর আগেই বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়ে যান। তারপর আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। অবশেষে জেল থেকে মুক্তি পেয়ে এবার দেশে ফিরলেন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার থানা এলাকার হায়দার বেলিয়া গ্রামের সৌমেন দে, সুজাতা দে ও ছেলে শুভজিৎ দে। দুই দেশের প্রশাসনের উদ্যোগে প্রায় ১ বছর পর দেশে ফিরতে পেরে খুশি তাঁরা।

সূত্রের খবর, ২০২১ সালে তাঁরা সীমান্ত পেরিয়ে যান। বাংলাদেশ পুলিশ গ্রেফতারের পর ঝিনাইদহ আদালত তাদের সাজা ঘোষণা করে। পরে সাজা মকুবও করা হয়। পরবর্তীকালে প্রশাসনিক পদ্ধতি মেনে দেশে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহন করা হয়। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার সীমান্ত থেকে দুই দেশের প্রশাসন মিলে দেশে বাড়ি ফেরালো তাঁদের।

Mailing List