ফকির ইলিয়াস এর তিনটি কবিতা

ফকির ইলিয়াস এর তিনটি কবিতা
ফকির ইলিয়াস
যারা আমাকে থামিয়ে দিতে চেয়েছিল
তাদের হাতে কোনো আঙুল ছিল না।
না, ভুল বললাম;- ছিল দু'হাতে সাতটি আঙুল!
বাহুবিহীন আকাশের মতো, তাদের ছাদ চুইয়ে পড়ত
জল, বরফ এবং লালা।
আর যে ঢেউ তাদের বাসগৃহ ভাসিয়ে নিতো-
তা ছিল ধর্ষিতা নদীর অশ্রু!
তাদের নিজস্ব কোনো গলা ছিল না। তারপরও
তারা কারো কন্ঠ ধার করে হাঁক দিতে চাইত!
আমাকে দেখলেই বলার চেষ্টা করতো- 'থামো!
থামিয়ে দাও তোমার এই আঁকাআকি,শব্দের খামার!'
আমি তাদের কিছুই বলতাম না। বরং যে দুপুর
তার ছায়ায় আমাকে ঠাঁই দিয়েছিল, ওর দিকে তাকিয়ে
প্রশ্বাস নেবার চেষ্টা করতাম। আর বৃক্ষগুলোকে বলতাম
জগতে আর কেউ না দিলেও, তোমরা আমাকে
আশ্রয় দিও। দিও, গভীর রাতে একটু হৈমন্তি হাওয়া।
যারা আমাকে থামিয়ে দিতে চেয়েছিল, তারা তাদের
গন্তব্য জানতো না। অথচ আমি জানতাম পাখিরা
উড়ে উড়ে আকাশ ভেদ করে। আকাশ তাদের কোনো
ছবি তুলে রাখতে পারে না।
------------
কয়লার কাঠামো
মুণ্ডুটি কেটে নিয়ে গেছে কেউ, অনেক আগে।
বাকী দেহটুকু পড়ে আছে। হাত নড়ছে,
পা নড়ছে। চলছে শ্বাস প্রশ্বাস!
তা দেখে খুনিরা আবার ফিরে এলো। এবার-
কাটলো পায়ের নখ। চোখের ভ্রূ!
না- কোনো রক্তপাত নেই! কনিষ্ঠা আঙুলটি
কেটে পকেটে রাখলো একজন খুনি! তারপরও
ওরা দেখলো; পাশ ফেরাচ্ছে দেহ'টি!
তবে কী তার মৃত্যু নেই! তবে কী সমুদ্রও
গ্রহণ করবে না তার লাশ! অথবা আগুন!
পোড়াতে পারবে না এই হাড়গোড়!
খুনিদের চোখে-মুখে আষঢ়ের মেঘলা আকাশ
নেমে আসে। সকল ভ্রূণ'কেই হত্যা করা যায় না-
বলতে বলতে দলবল নিয়ে স্থান ত্যাগ
করতে চায় খুনিদের সর্দার!
লাল রঙের কয়লার একটি কাঠামো,তাদের
পথ রুখে দাঁড়ায় !
------
দেয়ালের প্রেমপ্রচ্ছদ
অন্ধ আকাশের গল্প শোনাবার জন্যে তোমাকে
শিউলিতলায় ডাকি'নি। অথবা যে বৃষ্টিতে হাত
রেখে তুমি মেঘের মনঘর ছুঁতে চাইবে; তার
জন্যেও আমি রাখতে পারিনি অতিরিক্ত সময়।
তবু এই চাঁদকে ধ্রুব ভেবে আমরা সাজিয়েছি
দেয়ালের প্রতিচিত্র। শাদা চুনকাম করা সিঁড়িপথের
বিপরীতে সাজিয়ে রেখেছি বিভিন্ন রঙের প্রেমপ্রচ্ছদ।
যৌথ জীবনের প্রায় তিনদশক স্পর্শ করতে করতে
হিসেবের খাতার দিকে তাকাই'নি একবারও।
বেহিসেবী যে শব্দগুলো জীবনভর অপচয় করেছি-
তাদেরকেও বলতে পারিনি;
তোমার প্রতি আমার ঋণ!
বাকরুদ্ধ স্বরের দেশে আমার বিচরণ,
কেবলই জমা রেখেছে অগণিত পাপড়িবৃষ্টির দাগ।
লেখক পরিচিতি:
ফকির ইলিয়াস
জন্ম ২৮ ডিসেম্বর ১৯৬২। বাংলাদেশের সিলেটে।
প্রায় তিন যুগের বেশী সময় ধরে নিউইয়র্কে থাকেন। লেখালেখি করেন প্রায় সাড়ে চারদশক।
গদ্য-কবিতা- গান মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫ টি।
'দ্যা একাডেমি অব আমেরিকান পোয়েটস',
'এমনেস্টি ইন্টারন্যাশনাল ', ' কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস',
'আমেরিকান ইমেজ প্রেস'- এর সদস্য।



