বরাকরে পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড আরও ৩ পুলিশ আধিকারিক

বরাকরে পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড আরও ৩ পুলিশ আধিকারিক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুলিশ হেফাজতে এক অভিযুক্তর মৃত্যুর ঘটনায় আর তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল।এছাড়া চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ৫ জন সিভিক ভলেন্টিয়রকেও। এই ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছে বরাকর ফাঁড়ির ইন চার্জ এবং কুলটি থানার এক এস আই কেও।
পুলিশ হেফাজতে থাকাকালীন মহম্মদ আরমান আনসারি নামে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে আসানসোলের কুলটির বরাকর।
এইবার এই ঘটনায় আরও তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর।
জানা গিয়েছে, ওই বন্দির মৃত্যুর পরেই সাসপেন্ড করা হয় বরাকর ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস এবং কুলটি থানার সাব ইন্সপেক্টর প্রশান্ত পালকে। ওই ঘটনার দু’দিন পর সাব ইন্সপেক্টর সুভাষ দাস, আলি রেজা এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সরোজ তেওয়ারিকে সাসপেন্ড করা হয়েছে।
সোমবার রাতে বরাকর এলাকা থেকেই আরমানকে বাড়ি থেকে তুলে আনে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল। মঙ্গলবার সকালে থানাতে গিয়ে তার পরিবারের লোকজন জানতে পারেন, আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে আরমান। হাসপাতালে গিয়ে পরিজনরা জানতে পারেন তার মৃত্যু হয়েছে।
এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা বরাকর এলাকা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর শুরু হয়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে মারধর করে তাকে মেরে ফেলার অভিযোগ করেন ওই যুবকের পরিবারের লোকজন।।



