তারকেশ্বরের মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় দুর্ঘটনা, উত্তর চব্বিশ পরগনার তিনজনের মৃত্যু

তারকেশ্বরের মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় দুর্ঘটনা, উত্তর চব্বিশ পরগনার তিনজনের মৃত্যু
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ট্রাকে করে একদল পূন্যার্থী পুজো দিতে যাচ্ছিলেন তারকেশ্বরে। আর মাঝপথে ট্রাক উল্টে দুর্ঘটনার মধ্যে পড়লেন পূন্যার্থীরা। ঘটনায় তিনজনের মৃত্যুও হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অমল সরকার (৪০), আকাশ মণ্ডল (১০) এবং অসীম রায় (৫০)। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে ৩০ জন পূন্যার্থী একটি ট্রাকে করে তারকেশ্বর যাচ্ছিলেন। হুগলির ভদ্রেশ্বর এলাকার বিঘাটি দাসপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। রাস্তার উপর ছিটকে পড়েন পূন্যার্থীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। স্থানীয় বাসিন্দারা ঘটনা দেখে দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়।


