প্রয়াত লড়াকু প্রাক্তন ফুটবলার

প্রয়াত লড়াকু প্রাক্তন ফুটবলার
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ভারতের প্রাক্তন মিডফিল্ডার নরেন্দার থাপা। তাঁর আকস্মিক মৃত্যুতে ফুটবল মহলে নেমে এসেছে শোক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।
খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতের দিকেই নরিন্দর হৃদরোগে অসুবিধে বোধ করেন। তারপর তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। ৬০-র গণ্ডি পেরোনোর আগেই নরিন্দরের এই অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা কলকাতা ময়দান চত্বরে।
লড়াকু ফুটবলার হিসেবেই ময়দানে ময়দানে পরিচিত ছিলেন তিনি। সতীর্থরা তাঁকে ম্যান মার্কিংয়ের মাস্টার বলতেন। ফরয়ো রাইট উইং, মিডল হাফেও খেলতে পারতেন। পঞ্জাবের বাসিন্দা হলেও তিনি বাংলায় চলে আসেন। তিন প্রধানের জার্সিতে তো খেলেছেনই। জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল উজ্জ্বল।
ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছেলাল হলুদ জার্সি গায়ে ১৯৮৬ সালে সন্তোষ ট্রফি জিতেছিলেন নরিন্দর। এরপর আর দুই প্রধান মোহনবাগান, মহামেডানের হয়ে, ফেডারেশন কাপ, রোভার্স কাপ, আইএফএ শিল্ডও জিতেছিলেন তারকা ফরোয়ার্ড নরিন্দর থাপা। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি করতেন নরিন্দর। বছর দুয়েকের মতো বাকি ছিল অবসরের। সেরিব্রাল স্ট্রোকে তাঁর ডান দিকটা অসাড় হয়ে গিয়েছিল। বাঁ হাতে লিখতেন। অফিসে আসতেন। মাঠে যেমন ছিলেন অত্যন্ত স্পিরিটেড, লড়াকু ফুটবলার। একই ভাবে বাস্তব জীবনেও ছিলেন দারুণ লড়াকু। হার না মানা জেদে ফুটবল খেলে বহু ম্যাচ দলকে জিতিয়েছেন। অথচ প্রকৃতির নিয়ম মেনে নিয়তির কাছে শেষ পর্যন্ত হারতেই হল নরিন্দর থাপাকে।


