নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিন, হাবড়ায় উদ্ধার প্রচুর শব্দবাজি

নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিন, হাবড়ায় উদ্ধার প্রচুর শব্দবাজি
আনফোল্ড বাংলা প্রতিবেদন, হাবড়াঃ নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিন ব্যবসায়ী। তাদের থেকে উদ্ধার ৪৯ কেজি নিশিদ্ধ শব্দবাজি। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার পুলিশ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ও তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। লক্ষ্মীপূজোর আগে থেকেই শুরু হয় মাইকে প্রচার এবং নিষিদ্ধ বাজি বিক্রির অভিযান। সেই মতো শনিবার হাবরা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।
হাবরা এক নম্বর গলি থেকে হরিচাঁদ কীর্তনীয়া এবং বানীপুর চৌমাথা থেকে আব্দুল রব গাজী ও হাবরা এক নম্বর রেলগেট এলাকা থেকে বিশ্বজিৎ দত্তকে গ্রেফতার করে। এই তিনজনের কাছ থেকে উদ্ধার হয় ৪৯ কেজি নিষিদ্ধ শব্দবাজি। ধৃতদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়। এছাড়া রবিবার ফের হাবরা বাজারের এক নম্বর গুলি ও ২ নম্বর গলির সংযোগস্থলে এক গোডাউন থেকে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে হাবরা থানা পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি থেকে দুর্ঘটনা এড়াতে আগেভাগেই বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। সেই মতো শহরের বিভিন্ন বাজার থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই অভিযান চলবে বলেও পুলিশ জানিয়েছে।


