এবছরের গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ আকর্ষণ! বাংলার পাঁচ মন্দির সহ মিউজিয়াম দেখতে পাবেন পূণ্যার্থীরা

এবছরের গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ আকর্ষণ! বাংলার পাঁচ মন্দির সহ মিউজিয়াম দেখতে পাবেন পূণ্যার্থীরা
09 Jan 2023, 08:55 PM

এবছরের গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ আকর্ষণ! বাংলার পাঁচ মন্দির সহ মিউজিয়াম দেখতে পাবেন পূণ্যার্থীরা

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গঙ্গাসাগর বললেই ফুটে ওঠে মিনি ভারতবর্ষের ছবি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের সব প্রান্তের মানুষ ভিড় জমান বাংলার এই পবিত্রভূমিতে। কিন্তু শুধু গঙ্গাসাগর নয়, এই বাংলার আরও অনেক তীর্থক্ষেত্রেরও অপার আকর্ষণ আছে। সেই তীর্থভূমিগুলিও বছরভর দেশের নানা প্রান্তের মানুষ ভিড় জমান।

২০২৩ এর গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ আকর্ষণ। বাংলার পাঁচ মন্দির সহ মিউজিয়াম দেখতে পাবেন পূণ্যার্থীরা। সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর। এই মিউজিয়ামে গঙ্গাসাগর মেলার ইতিহাস, গঙ্গার আগমন সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে।

এবারের সাগরমেলায় বাংলার উল্লেখযোগ্য সেরকম পাঁচটি শক্তিপীঠের মডেল তুলে ধরা হচ্ছে। এগুলি হল কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও মালদার জহুরা কালী মন্দির। এই পাঁচ মন্দিরকে তুলে ধরা হচ্ছে 'বাংলার মন্দির' নামে। মেলা মাঠের চার নম্বর রাস্তার মাঝামাঝি একটি এলাকার মধ্যে গড়ে উঠেছে এই পাঁচ মন্দির।

নদিয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বাছাই ৬০ জন শিল্পী দিনরাত এক করে ফুটিয়ে তুলছেন এই অপরুপ শিল্পকর্ম। শিল্পীরা বিভিন্ন আর্ট কলেজের পড়ু্যা বা প্রাক্তনী। মন্দিরগুলিকে আধুনিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে। ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলা হবে, পুণ্যার্থীদের মনে হবে আসল মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে আছেন। এই বাংলার মন্দির ছাড়াও তৈরি করা হয়েছে একটি মিউজিয়াম।

Mailing List