এবার কেন্দ্রীয় মন্ত্রীই স্বীকার করলেন

এবার কেন্দ্রীয় মন্ত্রীই স্বীকার করলেন
15 Sep 2020, 06:37 PM

এবার কেন্দ্রীয় মন্ত্রীই স্বীকার করলেন

শেষপর্যন্ত ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো? হ্যাঁ, এমন ইঙ্গিতই উঠে এলো খোদ সংসদ থেকে। বিগত ৫ বছরে ৩৮ জন বড় আর মাঝারি মাপের ঋণখেলাপি দেশ ছেড়ে অন‍্য দেশে পালিয়েছে। তালিকার সর্বাগ্রে রয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসী, ললিত মোদির মতো অর্থনৈতিক অপরাধীরা। সংসদের অন্দরমহল থেকে এমন কথাই উঠে এসেছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ১ জানুয়ারি ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে দেশ ছেড়েছে ৩৮ জ‌ন অর্থনৈতিক অপরাধী। সিবিআই তাদের বিরুদ্ধে মামলা করেছে। এদের মধ‍্যে ২০ জনের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি হয়েছে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে। এই সব অর্থনৈতিক অপরাধীদের থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি প্রায় ৭৬৫৪ কোটি টাকা উদ্ধার করেছে।

 

Mailing List