এবার লিবিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, মৃত অন্তত দু’হাজার

এবার লিবিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, মৃত অন্তত দু’হাজার
12 Sep 2023, 07:25 PM

এবার লিবিয়ায় ঘূর্ণিঝড়ের ঝড়ের তাণ্ডব, মৃত অন্তত দুহাজার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন:একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ছে পৃথিবীর বুকে। মরক্কোর ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার সুপার সাইক্লোন ‘ড‌্যানিয়েল’ আছড়ে পড়ল লিবিয়ার উপর। গত সপ্তাহেই ঘূর্ণি ঝড় গ্রিসের উপর আছড়ে পড়েছিল। সেখানে তাণ্ডবলীলা চালানোর পর লিবিয়ার দিকে এগোতে শুরু করে। গত রবিবার ভয়ঙ্কর শক্তি নিয়ে আছড়ে পড়ে লিবিয়ার উপকূলীয় শহর ডারনা ও বেনগাজির উপর। এই ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডারনা শহর। সংবাদসংস্থা জানাচ্ছে, এই শহরে বেশ কয়েকটি নদী বাঁধ ছিল। এই ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে তিনটি নদী বাঁধ ভেঙে গেছে। যার ফলে নদীর জলের তোড়ে বহু বাড়ি-ঘর ভেসে চলে গেছে সমুদ্রে। নিহত হয়েছেন অসংখ‌্য মানুষ।

লিবিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখনও  পর্যন্ত যা খবর তাতে প্রায় দু’হাজারের উপর মানুষ নিহত হয়েছেন। নিখেঁাজ হয়েছেন কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার জন মানুষ। লিবিয়া সেনার পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। উদ্ধার কার্য চলছে। লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, ‘‘এই বিপর্যয় গোটা দেশকে হতবাক করে দিয়েছে। অন্তত দুইহাজার মানুষ নিহত হয়েছেন এই তাণ্ডবে। নিখোঁজের সংখ‌্যা অন্তত পাঁচ থেকে ছয় হাজার। ডারনার পাশাপাশি এই ঘূর্ণঝড় আঘাত হেনেছে লিবিয়ার দ্বিতীয় বড় শহর বেনগাজির উপর। ডারনার এক বাসিন্দা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঘুম ভাঙতে দেখি বাড়ির চারিদিকে জল থইথই করছে। জলের স্রোত মারাত্মক। প্রায় দশফুট পর্যন্ত জল উঠেছিল। আমরা বাইরে বেরোনোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। শেষপর্যন্ত বাড়ির ছাদে উঠে আশ্রয় নিই।’’ শুধু ডারনা বা বেনগাজি নয়, ঘূর্ণঝড় ড‌্যানিয়েলের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে আল-বায়দা, আল-মার্জ, তোবারুক মতো বেশকিছু শহর। তবে সব থেকে বেশি ক্ষতির কবলে পড়েছে এই দুটি শহর। উদ্ধারকার্য দ্রুত গতিতে চললেও প্রবল জলের কারণে উদ্ধারকার্যে সমস‌্যা হচ্ছে।

Mailing List