এবার বিপুল ছাঁটাইয়ের পথে সুইগি

এবার বিপুল ছাঁটাইয়ের পথে সুইগি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এবার ছাঁটাইয়ের পথে অ্যাপ নির্ভর ফুড ডেলিভারি সংস্থা সুইগি। সূত্রের খবর, এবার কোপ পড়তে চলেছে সুইগির ৮ থেকে ১০ শতাংশ কর্মীর ওপর। খরচে রাশ টানতে এমনই সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমনই দাবি করা হয়েছে। প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়েছে, সুইগির তহবিলে নাকি এখন ভাঁটার টান। আর তাই এই সিদ্ধান্ত নিতে চলেছে সুইগি কর্তৃপক্ষ।
২০১৪ সালে যাত্রা শুরু করেছিল অ্যাপ নির্ভর সংস্থা সুইগি। কয়েক বছরেই গ্রাহকের ভরসাও অর্জন করে ফেলে তাঁরা। ফলে অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সুইগি। প্রায় ৫০০টি শহরের ১ লক্ষ ৬০ হাজার রেস্তরাঁর সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করে তারা। কিন্তু করোনাকালে কাজ কমে যাওয়ায় ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছিল সুইগিকে। ফের সেই পথেই হাঁটতে চলেছে অনলাইন এই ফুড ডেলিভারি সংস্থা। নিশ্চিত ভাবেই এই খবরে আতঙ্ক তৈরি হয়েছে সুইগির প্রায় ৬ হাজার কর্মীর মধ্যে।
সূত্রের খবর, ৮ থেকে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হলে একধাক্কায় চাকরি হারাতে পারেন প্রায় ৬০০ জন কর্মী। গত অক্টোবরে কর্মীদের পারফরম্যান্স রিভিউ করা শুরু করে তাঁরা। সম্প্রতি রিভিউয়ের কাজ শেষ হয়েছে। এরপরই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। করোনা পর্বে আর্থিক মন্দার কারণে ছাঁটাইয়ের পথে হেঁটেছিল বহু সংস্থাই। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই এই প্রবণতা চোখে পড়েছিল। জোম্যাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থাও কর্মী ছাঁটাই করেছিল। গত নভেম্বরে প্রায় ৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করে তারা। এবার সেই পথেই হাঁটতে চলেছে সুইগিও। তবে সুইগির তরফে এখনও এই নিয়ে একটা শব্দও খরচ করা হয়নি।


