এবার একই ওয়েব সিরিজে দেখা যাবে সন্দীপ্তা-দিতিপ্রিয়া'কে

এবার একই ওয়েব সিরিজে দেখা যাবে সন্দীপ্তা-দিতিপ্রিয়া'কে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এবার একই ওয়েব সিরিজে ছোটপর্দার সারদা ও রানি রাসমণি। 'হইচই'-এর নতুন ওয়ের সিরিজ 'বোধন'-এ একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও দিতিপ্রিয়া রায়। নারীকেন্দ্রিক এই সিরিজের লুক প্রকাশ্যে এসেছে সদ্যই। চলতি মাসেই শুরু হতে চলেছে এই সিরিজের শ্যুটিং।
বোধন নিয়ে সন্দীপ্তা বলছেন, 'সবচেয়ে প্রথমে আমার যেটা ভালো লেগেছিল, সেটা হল এই সিরিজের বিষয়বস্তুটা। গল্পে আমার চরিত্রের নাম রাকা। একজন প্রফেসরের চরিত্র। যে কলেজে রাকা একসময় পডা়শোনা করত, প্রফেসর হিসেবে আবার সেই কলেজেই ফিরে আসে রাকা। আর সেখানেই তার দেখা হয় শিঞ্জিনির সঙ্গে। এই চরিত্রটিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। দুই নারীর গল্পকে নিয়েই বোধন সিরিজটি। শুধু দুজনের জীবনের ওঠাপড়াই নয়, সমাজকেও একটা বার্তা দেবে 'বোধন'।'
'বোধন' সম্পর্কে দিতিপ্রিয়া বলছেন, 'এই গল্পটা শুনেই আমার মনে হয়েছিল, সিরিজটির অংশ হতে পারলে দারুণহয়। বোধন কেবলমাত্র একটা গল্প নয়, বরং সমাজের একটা কড়া সত্যিতে তুলে ধরবে এই সিরিজ। এই সিরিজে অভিনয় করার আরও একটি আকর্ষণ হল সন্দীপ্তা দি। 'হইচই' -কে অনেক ধন্যবাদ এমন একটা সিরিজ পরিকল্পনা করার জন্য।
বোধন নামের সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে পুজোর গন্ধ। মা দুর্গার আবির্ভাবের কথা। তিনিও তো একজন নারী। আর এই সমস্ত চিন্তাভাবনাকে মাথায় রেখেই 'হইচই'-এর নতুন এই ওয়েব সিরিজ মুক্তি পাবে পুজোর সময়।


